জেলা প্রতিনিধি: চট্টগ্রামের খুলশী এলাকায় গোয়েন্দা সংস্থার (ডিবি) সদস্য পরিচয়ে ডাকাতির চেষ্টা করার সময় ১২ জনকে আটক করেছে পুলিশ।
শুক্রবার (২৪ জানুয়ারি) রাত সাড়ে ১১টায় নগরীর খুলশীর একটি আবাসিক ভবনে ডাকাতির চেষ্টাকালে তাদের আটক করা হয়।
আরও পড়ুন: ঢাকার পথে প্রধান উপদেষ্টা
পুলিশ সূত্রে জানা যায়, ডাকাতেরা ভবনের ৮ম তলায় যমুনা অয়েল গ্রুপের অবসরপ্রাপ্ত এক কর্মকর্তার বাসায় ডাকাতির পরিকল্পনা করেছিলো। তবে ভবনের বাসিন্দারা তাদের উদ্দেশ্য টের পেয়ে পুলিশে খবর দেন। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছে পুলিশ ১২ জনকে আটক করে। এ সময় তাদের কাছ থেকে একাধিক খেলনা পিস্তলসহ গোয়েন্দা সংস্থার ভুয়া পরিচয়পত্র উদ্ধার করা হয়। এই ঘটনায় পুলিশ একটি মামলা রুজু করেছে।
সান নিউজ/এমএইচ