জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুর জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশ বিদেশি পিস্তলসহ সাজু আক্তার (১৮) নামে এক নারীকে আটক করেছে।
বৃহস্পতিবার (৯ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার দক্ষিণ হামছাদী ইউনিয়নের হামছাদী গ্রামের আজিম উদ্দিন পাটওয়ারী বাড়ি থেকে তাকে আটক করা হয়।
আরও পড়ুন: দেশের যুবশক্তিকে ব্যবহারের জন্য আহ্বান
গোয়েন্দা পুলিশ সূত্র জানান, সাজুর স্বামী জুয়েল মাদক ব্যবসায়ী। গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় জুয়েলের কাছে বিদেশি পিস্তল রয়েছে। এতে তার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়িতে অভিযান চালিয়ে তাকে পাওয়া যায়নি। তবে বিদেশি পিস্তলসহ তার স্ত্রীকে আটক করা হয়েছে।
সান নিউজ/এমএইচ