গ্রেপ্তারকৃত আজিম
অপরাধ

স্কুলছাত্রী অপহরণে সময় টিভির সাংবাদিক আজিম কারাগারে

নিজস্ব প্রতিনিধি, বরগুনা: নবম শ্রেণির এক স্কুলছাত্রীকে অপহরণের মামলায় সময় টেলিভিশনের বরগুনার স্টাফ রিপোর্টার মো. আবদুল আজিমকে গ্রেপ্তার করে কারাগারে পাঠিয়েছে পুলিশ।

শনিবার (০৩ অক্টোবর) ভোররাত ৪টার দিকে পটুয়াখালীর কুয়াকাটা পর্যটন এলাকার গোল্ডেন ইন হোটেলের একটি কক্ষ থেকে আজিমকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে পুলিশ। দুপুরে আজিমকে বরগুনার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে হাজির করা হয়। জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মো. সিরাজুল ইসলাম গাজীর আদালত তাকে কারাগারে পাঠান।

শহরের এক ব্যবসায়ী তার মেয়েকে অপহরণের অভিযোগে শুক্রবার (০২ অক্টোবর) রাতে বরগুনা সদর থানায় নারী ও শিশু নির্যাতন দমন আইন ২০০৭ এর ৭/৩০ধারায় মামলাটি করেন। মামলায় সময় টেলিভিশনের বরগুনার নিজস্ব প্রতিবেদক আবদুল আজিম ছাড়াও গ্রাফিক্স ডিজাইনার আজিমের বন্ধু শুভ সেন (২৬) ও একাত্তর টেলিভিশনের বরগুনা প্রতিনিধি ইমরান হোসেন টিটুকে (২৬) আসামি করা হয়।

মামলার পর পরই কয়েকটি টিম করে রাতভর অভিযান চালায় পুলিশ। অভিযানের নেতৃত্বে থাকা থানার উপ-পরিদর্শক মো. জাহিদ হোসেন মিয়া বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পটুয়াখালীর মহিপুর থানা পুলিশের সহযোগিতায় অভিযান চালিয়ে কুয়াকাটার গোল্ডেন ইন হোটেলের ৪০১নং কক্ষ থেকে আবদুল আজিমকে গ্রেপ্তার ও অপহৃত কিশোরীকে উদ্ধার করে মহিপুর থানায় আনা হয়। পরে শনিবার সকাল ১০টার দিকে বরগুনা থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়। বেলা ১২টায় বরগুনা থানায় নিয়ে এসে দুপুরে আজিমকে আদালতে হাজির ও মেয়েটিকে পরিবারের কাছে দেওয়া হয়।

বরগুনা সদর থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বলেন, ‘বাদীর অভিযোগে মামলা নিয়ে আধুনিক প্রযুক্তির সাহায্যে অভিযান চালিয়ে আসামি আজিমকে গ্রেপ্তার ও অপহৃত মেয়েটিকে উদ্ধার করেছি। মামলার অন্য দুজন আসামিকে গ্রেপ্তারেও চেষ্টা চলছে।’

স্থানীয়রা জানান, আজিমের বিরুদ্ধে নারী নির্যাতনের অসংখ্য অভিযোগ রয়েছে। আলোড়ন থিয়েটার নামের একটি সংগঠন গড়ে সেখানে অনেক মেয়ের সঙ্গে ভালোবাসার অভিনয়ে প্রতারণা করেছেন তিনি।

সান নিউজ/এআর

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

টিভিতে আজকের খেলা

প্রতিদিনের মতো আজ সোমবার (২১ এপ্রিল) বেশ কিছু খেলা প্রচারিত হবে টেলিভিশনের পর...

পাকুন্দিয়ায় বজ্রপাতে নিহতসহ আহত দুই

কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বজ্রপাতে তাহের উদ্দিন(৫০)নাম এক কৃষক নিহত ও দুই জন আহ...

পোপ ফ্রান্সিসের চিরবিদায়

ক্যাথোলিক খ্রিস্টান ধর্মাবলম্বীদের সর্বোচ্চ ধর্মীয় গুরু পোপ ফ্রান্সিস মারা গে...

বাংলাদেশ হয়ে সেভেন সিস্টার্সে যাওয়ার রেল প্রকল্প স্থগিত

ভারত ও বাংলাদেশের মধ্যে রেলপথে যোগাযোগ সম্প্রসারণ শুধু অবকাঠামোগত উন্নয়ন নয়,...

শিক্ষার্থী পারভেজ হত্যাকারীদের বিচারের দাবিতে লক্ষ্মীপুরে মানববন্ধন

তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে রাজধানীর বনানীতে প্রাইম এ...

স্ত্রীর প্রেমিককে ফাঁসাতেই বন্ধুকে খুন: সিরাজগঞ্জ ডিবি পুলিশ

সিরাজগঞ্জের তাড়াশে ধানক্ষেত থেকে পাওয়া সেই রাশেদ...

ফেনীতে এক কৃষককে নৃশংসভাবে কুপিয়ে হত্যা

ফেনীর সোনাগাজীতে ভুমি বিরোধের জেরে কৃষক আবুল হাশেম (৫০) কে নৃশংসভাবে কুপিয়ে হ...

কটিয়াদীতে বোরো ধানের বাম্পার ফলনে কৃষকের মুখে হাসি

কিশোরগঞ্জের কটিয়াদীতে বিস্তীর্ণ মাঠ জুড়ে সবুজে...

লক্ষ্মীপুরে হত্যা মামলায় সাংবাদিক গ্রেপ্তার

লক্ষ্মীপুরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে গুলি করে শিক্ষার্থী সাদ আল আফনান হত্য...

সোনাগাজীর কাজীরহাট বাজারে জুয়া খেলার অপরাধে ভ্রাম্যমাণ আদালতের সাজা

ফেনীর সোনাগাজীতে জুয়া খেলার অপরাধে নয় জনকে তাৎক্ষণ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা