জেলা প্রতিনিধি: নোয়াখালীর হাতিয়া উপজেলায় আগ্নেয়াস্ত্রসহ আটক ২ সন্ত্রাসীকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: রাজধানীতে স্বর্ণসহ আটক ১
উল্লেখ্য, এর আগে তমরুদ্দি বাজার সংলগ্ন লোহার পুল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে তাদের আটক করে কোস্টগার্ড। এ সময় তাদের কাছ থেকে একটি দেশীয় আগ্নেয়াস্ত্র, একটি কার্তুজ, চারটি রকেট ফ্লেয়ার ও তিনটি মোবাইল জব্দ করা হয়।
কারাগারে পাঠানো হয়েছে তারা হলেন- হাতিয়া উপজেলার তমরুদ্দি ইউনিয়নের তমরুদ্দি বাজার এলাকার ওসমান গণি (৫৫) ও তার সহযোগী শাহেদ (৫২)।
ওসমান গণি পেশাদার অস্ত্র ব্যবসায়ী। সে দীর্ঘদিন ধরে এই পেশায় জড়িত। গোপন সংবাদের ভিত্তিতে ওসমান গণি ও তার সহযোগী শাহেদকে আটক করা হয়। তারপর হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলা দায়ের করে হাতিয়া কোর্টের মাধ্যমে কারাগারে পাঠানো হয়।
কোস্টগার্ডের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার খন্দকার মুনিফ তকি বলেন, আটক ব্যক্তিদের হাতিয়া থানায় অস্ত্র আইনে মামলার মাধ্যমে কারাগারে পাঠানো হয়। অস্ত্রধারী সন্ত্রাসী আটকে কোস্টগার্ডের অভিযান অব্যাহত থাকবে।
সান নিউজ/এএন