নিজস্ব প্রতিবেদক: রাজধানী ঢাকা হযরত শাহজালাল বিমানবন্দরে ১ কেজি ওজনের মোট ১২টি স্বর্ণের বারসহ মালয়েশিয়া থেকে আসা ১ যাত্রীকে আটক করেছেন কাস্টমস কর্তৃপক্ষ।
শুক্রবার (২৯ নভেম্বর) রাত ১২টায় তাকে আটক করে ঢাকা কাস্টমস কর্তৃপক্ষ।
আরও পড়ুন: যৌথবাহিনীর অভিযানে গ্রেফতার ২৬
বিমানবন্দর কাস্টমস কর্তৃপক্ষের যুগ্ম কমিশনার আল আমিন জানান, শুক্রবার রাত ১১.৪৫ মি. মালয়েশিয়া থেকে আসা একটি ফ্লাইট এমএইচ ১৯৬ শাহজালাল বিমানবন্দরে অবতরণ করেন। অবতরণের পর বিমানটির ১ যাত্রীকে নজরদারির মধ্যে রাখা হয়। এরপর তিনি মালয়েশিয়ার নাগরিক। এর পরে আর্চওয়েতে স্ক্যান করার পর তার শরীরে লুকিয়ে রাখা মোট ১২টি স্বর্ণের বারের সন্ধান পান কাস্টমস কর্মকর্তারা। এ সময় প্রতিটি বারের ওজন ১ কেজি হিসেবে স্বর্ণের বারগুলোর মোট ওজন ১২ কেজি।
এই স্বর্ণের বারগুলো জব্দ করা হয়েছে এবং একই সাথে ঐ যাত্রীর বিরুদ্ধে মামলা দায়েরের কার্যক্রম চলছে বলে জানায় তিনি।
সান নিউজ/এমএইচ