জেলা প্রতিনিধি: সাতক্ষীরার কলারোয়া উপজেলার ভাদিয়ালী সীমান্ত দিয়ে ভারতে পাচারের চেষ্টাকালে ১ কেজি ৮৯৫ গ্রাম ওজনের ৪টি স্বর্ণের বারসহ ইয়াকুব আলী (৫৩) নামে ১ চোরাকারবারিকে আটক করেছে বিজিবি।
সোমবার (২৯ জুলাই) সকাল সোয়া ৬টায় তাকে আটক করা হয়।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪
আটক ব্যক্তি, কলারোয়ার রাজপুর গ্রামের মৃত সাদেক সরদারের ছেলে।
বিজিবির সাতক্ষীরা ৩৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফট্যানেন্ট কর্নেল আশরাফুল হক জানান, সীমান্ত দিয়ে স্বর্ণ পাচারের গোয়েন্দা তথ্যের ভিত্তিতে বিজিবির মাদরা বিওপি’র ১টি দল ভাদিয়ালী সীমান্তে অবস্থান নেয়। এরপর ভোর সোয়া ৬টায় ভাদিয়ালী সীমান্ত এলাকা থেকে সন্দেহজনকভাবে চলাফেরা করতে থাকা ইয়াকুব আলীকে আটক করা হয়। এই সময় তার শরীর তল্লাশী করে কোমরের গামছার মধ্যে পেঁচানো অবস্থায় ৪টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। যার সঠিক ওজন ১.৮৯৫ কেজি। বর্তমান বাজার মূল্য প্রায় ১,৯৫,০৯,০২৫ টাকা।
আরও পড়ুন: র্যাবের অভিযানে গ্রেফতার ১৪
এরপর কলারোয়া থানায় একটি মামলা দায়ের করে স্বর্ণের বারগুলো সাতক্ষীরা ট্রেজারি অফিসে জমা দেওয়া হয়েছে।
সান নিউজ/এমএইচ