নিজস্ব প্রতিবেদক: রাজধানীর ভাটারায় র্যাব অভিযান পরিচালনা করে জাল টাকা এবং বিয়ার বহনকারী প্রাইভেটকারসহ মো. সাইদুল ইসলাম সাগরকে (২৯) ১ কারবারিকে গ্রেফতার করেছেন র্যাব।
বৃহস্পতিবার (৩০ মে) ভোর ৪টায় র্যাব-১ এর একটি দল গোপন সংবাদের ভিত্তিতে ভাটারা থানাধীন মাদানী অ্যাভিনিউ, সাঈদনগর ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানের সামনে এই অভিযান পরিচালনা করে ১ জনকে আটক করা হয়।
আরও পড়ুন: আত্মসমর্পণ করবেন ৫০ জলদস্যু
গ্রেফতারকৃত ব্যক্তি, ব্রাহ্মণবাড়িয়া সদরের মোবারক মিয়ার ছেলে।
র্যাব-১ এর সহকারী পরিচালক (অপস্ এবং মিডিয়া অফিসার) এএসপি মাহফুজুর রহমান বরেন, রাজধানীতে সম্প্রতি জাল টাকা তৈরির সাথে বেশ কয়েকটি চক্র জড়িত আছে বলে গোয়েন্দা তথ্য সূত্রে জানা যায়। এ সময় এই চক্রগুলো জাল টাকা তৈরি করে নির্দিষ্ট কয়েকজন সদস্যদের দিয়ে আসল টাকার ভেতর জাল টাকা মিলিয়ে সহজেই মানুষকে নিঃস্ব করে দিচ্ছে। বৃহস্পতিবার ভোর ৪টায় র্যাব-১ এর ১টি দল গোপন সংবাদের ভিত্তিতে ব্রাদার্স ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপের দোকানের সামনে অভিযান পরিচালনা করে মো. সাইদুল ইসলাম সাগরকে (২৯) নামের ১ জনকে গ্রেফতার করেন। এই সময় তার কাছ থেকে দেশীয় তৈরি ২৩৪ ক্যান বিয়ার, ৯৬ হাজার জাল টাকা ও ১টি প্রাইভেটকার জব্দ করা হয়।
আরও পড়ুন: রাজধানীতে ভবনে বিস্ফোরণ, নিহত ১
প্রাথমিক জিজ্ঞাসাবাদে তিনি জানায়, গ্রেফতার আসামি মূলত দীর্ঘদিন ধরে জাল টাকা এবং মাদক ব্যবসার সাথে জড়িত। এর পরে তার বিরুদ্ধে যথাযথ আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/এমএইচ