নিজস্ব প্রতিবেদক: রাজধানীর হাজারীবাগ এলাকা থেকে ১টি চোরাই ইজিবাইকসহ চক্রের ২ সদস্যকে গ্রেফতার করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) হাজারীবাগ থানা পুলিশ।
গ্রেফতারকৃত ব্যক্তিরা হলো- মোঃ সেলিম ব্যাপারী ও মোঃ মোর্শেদ আলম। এই সময় তাদের কাছ থেকে ১টি ইজিবাইক, ইজিবাইকের ৪টি ব্যাটারি ও ২টি মোবাইল ফোন উদ্ধার করা হয়েছে।
আরও পড়ুন: সকালে রাজধানীতে মুষলধারে বৃষ্টি
হাজারীবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) নূর মোহাম্মদ পিপিএম জানান, হাজারীবাগ থানার চরওয়াশপুর সদাগর কুরিয়ার অ্যান্ড পার্সেল সার্ভিসের গেইটের সামনে ২জন ব্যক্তি চোরাই ইজিবাইক বিক্রয়ের জন্য অবস্থান করছে, এই তথ্যের ভিত্তিতে আমরা অভিযান পরিচালনা করি। আমাদের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেস্টাকালে ঘটনার স্থান থেকে ২জনকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের বিরুদ্ধে হাজারীবাগ থানায় মামলা রুজু করা হয়েছে।
সান নিউজ/এমএইচ