ছবি: সংগৃহিত
অপরাধ

নিঃসঙ্গ নারীদের টার্গেট করে প্রতারণা, আটক ১

নিজস্ব প্রতিবেদক: ফেসবুকে ভুয়া পরিচয়ে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে ফাঁদে ফেলে বিপুল পরিমাণ অর্থ আত্মসাতের অভিযোগে রিয়াজুল ইসলাম নামে এক রোমান্স স্ক্যামারকে গ্রেফতার করেছে সিটিটিসির (কাউন্টার টেরোরিজম অ্যান্ড ট্রান্সন্যাশনাল ক্রাইম) সাইবার ক্রাইম ইনভেস্টিগেশন বিভাগ।

আরও পড়ুন: ধান কাটতে গিয়ে দিনমজুরের মৃত্যু

সিটিটিসি সূত্রে জানানো হয়, একজন সিঙ্গেল মাদার রিয়াজুলের প্রতারণা ও ব্লাকমেইলের স্বীকার হয়ে ৭০ হাজার টাকা হারিয়েছেন। পরে গত ২৫ এপ্রিল তিনি মোহাম্মদপুর থানায় একটি মামলা দায়ের করেন। মামলার ছায়া তদন্ত করে প্রযুক্তির মাধ্যমে নারায়ণগঞ্জ থেকে প্রতারক রিয়াজুলকে গ্রেফতার করা হয়।

এ সময় তার কাছ থেকে একটি স্মার্টফোন ও ক্যাশ আউটের কাজে ব্যবহৃত একটি বাটন ফোন, ৪টি নগদ ও বিকাশ অ্যাকাউন্ট সম্বলিত সিম জব্দ করা হয়। তার স্মার্টফোনে ৫০ এরও বেশি ভুক্তভোগীর সন্ধান পাওয়া যায়।

আরও পড়ুন: রেলের উন্নয়নে আগ্রহী রাশিয়া

বুধবার (১ মে) বিষয়টি নিশ্চিত করে ডিএমপি মিডিয়া অ্যান্ড পাবলিক রিলেসন্স বিভাগের উপ-পুলিশ কমিশনার (ডিসি) মো. ফারুক হোসেন জানান, গ্রেফতার রিয়াজুল ইসলাম ফেসবুকে নিলয় চৌধুরী নিল নামে অ্যাকাউন্ট তৈরি করে সিঙ্গাপুরের একটি প্রতিষ্ঠানের মার্কেটিং ম্যানেজার পরিচয়ে প্রতারণা করতেন।

প্রোফাইলটিকে বিশ্বাসযোগ্য করতে রিয়াজুল নিয়মিত অন্য এক সিঙ্গাপুর প্রবাসীর প্রোফাইল থেকে ছবি ও ভিডিও পোস্ট করতেন।

তিনি আরও জানান, প্রতারক রিয়াজুল ফেসবুকের বিভিন্ন গ্রুপ ও পেজে নিঃসঙ্গ নারীদের টার্গেট করে মেসেঞ্জারে যোগাযোগ করে প্রথমে প্রেমের ফাঁদ, বিয়ের প্রলোভন ও স্বপরিবারে সিঙ্গাপুরের নিয়ে যাওয়ার স্বপ্ন দেখাতেন।

আরও পড়ুন: বঙ্গবন্ধু বৈষম্যের বিরুদ্ধে সোচ্চার ছিলেন

পরে অডিও-ভিডিও কলে প্রণয়ের একপর্যায়ে ভুক্তভোগীর কাছ থেকে অন্তরঙ্গ ছবি ও ভিডিও নিয়ে সেগুলো ভাইরাল করে দেবে বলে ব্ল্যাকমেইল করে ভুয়া এনআইডি নিয়ে রেজিস্ট্রেশন করা বিকাশ নম্বরে অর্থ নিতো।

গ্রেফতার রিয়াজুল আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছে বলেও জানান এই পুলিশ কর্মকর্তা।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

ঈদের পরে পর্যটন কেন্দ্রের হালহাকিকাত

বিনোদন প্রতিবেদক: রমজান মাসে দেশের পর্যটন কেন্দ্রগুলোতে ছিল প্রায় সুনসান নীরব...

বিমসটেক সম্মেলনের পথে প্রধান উপদেষ্টা

সান ডেস্ক: এশিয়ার শীর্ষ নেতাদের অংশগ্রহণে বিমসটেকের ষষ্ঠ শীর্ষ সম্মেলনে যোগ...

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা