নিজস্ব প্রতিবেদক: দুর্নীতি দমন কমিশন (দুদক) বিমানবন্দরে ডলার ও অন্যান্য বিদেশি মুদ্রা বিনিময় কারসাজিতে জড়িত থাকার অভিযোগে ১৯ ব্যাংকার ও দুই মানি এক্সচেঞ্জের মালিকসহ ২১ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছে।
আরও পড়ুন: রামগড়ে গাঁজাসহ আটক ১
বুধবার (২৭ মার্চ) এই মামলাটি দায়ের করা হয়েছে। মামলাটির বাদি হয়েছেন দুদকের উপপরিচালক সৈয়দ নজরুল ইসলাম।
এজাহার সূত্রে জানা গেছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে বিদেশ থেকে আসা যাত্রীরা ডলারসহ প্রতিদিন যে শত কোটি টাকার বেশি মূল্যের বৈদেশিক মুদ্রা আনেন, চক্রটি ওই অর্থ জালিয়াতির মাধ্যমে আত্মসাৎ করেছে ১৯ ব্যাংকার ও ২ জন মানি এক্সচেঞ্জের মালিকের সমন্বয়ে গঠিত।
আরও পড়ুন: মাদকবিরোধী অভিযানে গ্রেফতার ৪৩
জাল ভাউচারের মাধ্যমে যাত্রীদের কাছ থেকে বৈদেশিক মুদ্রা নিয়ে চক্রটি খোলাবাজারে তা ছাড়ে। ব্যক্তিগত লাভের জন্য লাইসেন্সপ্রাপ্ত ব্যাংক ও নিবন্ধিত মানি এক্সচেঞ্জ প্রতিষ্ঠানের কর্মকর্তা হয়েও বেআইনিভাবে বিদেশি মুদ্রা কিনে তারা খোলাবাজারে বিক্রি করেন।
অভিযুক্ত ব্যাংকগুলো হচ্ছে- জনতা ব্যাংক, সোনালী ব্যাংক, অগ্রণী ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক ও এভিয়া ও ইম্পেরিয়াল মানি এক্সচেঞ্জ।
সান নিউজ/এএ