নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রামে বরকল সেতু ভেঙে একটি মালবাহী পিকআপসহ নদীতে পড়ে গেছে।
আরও পড়ুন: বগুড়ায় আগুনে ১২ দোকান পুড়ে ছাই
শনিবার (২৩ মার্চ) বেলা পৌনে ১২টার দিকে এ ঘটনা ঘটে।
খোঁজ নিয়ে জানা যায়, সাঙ্গুর শাখা চাঁনখালী নদীর ওপর নির্মিত ভেঙে যাওয়া বেইলি সেতুট দীর্ঘদিনের পুরনো। নতুন সেতু নির্মিত হওয়ার পর এটি দিয়ে গাড়ি চলাচলও তেমন করে না। যদিও নতুন সেতু নির্মাণের পরও সড়ক বিভাগ বেইলি সেতুটি ভেঙে ফেলেনি।
আরও পড়ুন: সড়কে প্রাণ গেল ৩ জনের
চট্টগ্রাম দক্ষিণ সড়ক বিভাগের নির্বাহী প্রকৌশলী সুমন সিংহ বলেছে, সেতুটি দিয়ে গাড়ি চলাচল করার কথা না। তারপরও সেতুটি একটি মালবাহী পিকআপ কেন উঠেছে আমরা তদন্ত করে দেখছি।
চট্টগ্রাম-কক্সবাজারে মহাসড়কের চন্দনাইশ উপজেলার গাছবাড়িয়া কলেজ দিয়ে আনোয়ারা উপজেলার বাঁশখালী-চট্টগ্রাম সড়কে মিলেছে একটি সংযোগ সড়ক। এই সড়কের চাঁনখালী নদীর ওপর সেতুটি নির্মিত হয়েছিল। দীর্ঘদিনের পুরনো বেইলি সেতুর পাশাপাশি ২৩ কোটি ৯৯ লাখ টাকা ব্যয়ে নতুন সেতু নির্মিত হয়। ১১৭.৩১ মিটার লম্বা ও ১০.২৫ মিটার প্রস্থের সেতুটি ২০২২ সালের ৭ নভেম্বর উদ্বোধন করেছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
সান নিউজ/এএন