ছবি: সংগৃহীত
সারাদেশ

গাইবান্ধায় সড়ক দুর্ঘটনা, নিহত বেড়ে ৪

জেলা প্রতিনিধি: গাইবান্ধার গোবিন্দগঞ্জ উপজেলায় অটোরিকশা ও নসিমনের সংঘর্ষের ঘটনায় আহত আরও ১ জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এ দুর্ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ৪ জনে।

আরও পড়ুন: চকবাজারে জুতার কারখানায় আগুন

শুক্রবার (২২ মার্চ) সন্ধ্যায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তার মৃত্যু হয়।

এ দিন সকালে গাইবান্ধা জেনারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ১ জন ও বিকেলে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে ২ জনের মৃত্যু হয়। এ ঘটনায় আমিরুল ইসলাম (৩৩) নামে আরও ১ জন গুরুতর আহত অবস্থায় রংপুর হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

আরও পড়ুন: গ্যাস সিলিন্ডার বিস্ফোরণ, দগ্ধ ২

স্থানীয় সূত্রে জানা যায়, বৃহস্পতিবার (২১ মার্চ) রাতে বাড়ি থেকে অটোরিকশায় করে নাকাইহাটের দিকে যাওয়ার পথে গাইবান্ধা-গোবিন্দগঞ্জ-ভাইয়া নাকাইহাট সড়কের বটতলা এলাকায় পৌঁছালে মাটির পাতিলবোঝাই একটি নসিমনকে ওভারটেক করতে গিয়ে সংঘর্ষ হয়। এতে অটোরিকশা ও নসিমন খাদে পড়ে ৫ জন গুরুতর আহত হন।

পরে আশপাশের লোকজন তাদের উদ্ধার করে প্রথমে গাইবান্ধা জেনারেল হাসপাতালে নেন। সেখানে তাদের অবস্থার অবনতি হলে রাতেই রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়।

আরও পড়ুন: পুকুরে ডুবে প্রাণ গেল শিক্ষার্থীর

এ ঘটনায় নিহতরা হলেন- গোবিন্দগঞ্জ উপজেলার নাকাই ইউনিয়নের কুমারগাড়ি এলাকার মৃত ভোলা মিয়ার ছেলে মুত্তালিব মিয়া, একই গ্রামের বুধা শেখের ছেলে সবুজ মিয়া, মজিবুর রহমানের ছেলে অটোচালক আশরাফুল ইসলাম ও আজিজুল হকের ছেলে বেলাল হোসেন।

গোবিন্দগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শামসুল আলম শাহ বলেন, হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আরও ১ জনের মৃত্যু হয়েছে। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে গেছেন। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে। ঘাতক নছিমনটি জব্দ করা হয়েছে।

সান নিউজ/এসএম/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সমাজে এখনও ন্যায় প্রতিষ্ঠা করা যায়নি

নিজস্ব প্রতিবেদক: ১৯৭১ সালে স্বাধীনতা যুদ্ধের উদ্দেশ্য ছিল এ...

শপথ নিলেন আপিল বিভাগের দুই বিচারপতি

নিজস্ব প্রতিবেদক: সুপ্রিম কোর্টের আপিল বিভাগের বিচারপতি হিসে...

স্বাধীনতা পুরস্কার তুলে দিলেন ড. ইউনূস

নিজস্ব প্রতিবেদক: অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অ...

সাভারের সড়কে শ্রমিকদের বিক্ষোভ

জেলা প্রতিনিধি: সাভারে ঈদের ছুটি ও বেতনের দাবিতে হেমায়েতপুর-...

ঈদে যৌথবাহিনীর টহল বৃদ্ধিসহ ১১ নির্দেশনা

নিজস্ব প্রতিবেদক: আসন্ন ঈদুল ফিতর উপলক্ষ্যে সেনাবাহিনী, বিজি...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা