জেলা প্রতিনিধি: সুনামগঞ্জ জেলার তাহিরপুর সীমান্তে চোরাইপথে ভারত থেকে কয়লা আনতে গিয়ে খায়রুল ইসলাম ও মুখলেস মিয়া নামের ২ তরুণের মৃত্যু হয়েছে। নিহত ওই ২ জন তাহিরপুর উপজেলার শ্রীপুর (উত্তর) ইউনিয়নের সীমান্তবর্তী লাকমা গ্রামের বাসিন্দা।
আরও পড়ুন: গাজায় ইসরায়েলি হামলায় নিহত ২০
স্থানীয়রা বলছে, সোমবার (১৮ মার্চ) সন্ধ্যার পর ১০/১২ জনের একটি দল ট্যাকেরঘাট সীমান্তে বিজিবির চোখ ফাঁকি দিয়ে চোরাইপথে কয়লা আনতে যায়। রাত সাড়ে ৯টার দিকে পুরোনো একটি কয়লার গর্তের মধ্যে প্রবেশ করলে অক্সিজেনের অভাবে ৩ জন শ্রমিক অসুস্থ হয়ে যান। সঙ্গে থাকা অপর শ্রমিকরা গর্তের ভেতর থেকে ৩ জনকে বের করলেও ২ জন কয়লার গ্যাসের বিক্রিয়ায় অক্সিজেনের অভাবে ঘটনাস্থলেই মারা যান।
তাহিরপুর থানা পুলিশের অফিসার ইনচার্জ মোহাম্মদ নাজিম উদ্দীন বলেন, সীমান্তের ওপার থেকে অবৈধভাবে কয়লা আনতে গিয়ে ২ কয়লা শ্রমিকের মৃত্যু হয়। পুলিশ লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।
সান নিউজ/এএ