রবিবার, ৬ এপ্রিল ২০২৫
ছবি: সংগৃহীত
সারাদেশ প্রকাশিত ১৮ মার্চ ২০২৪ ১০:৩৩
সর্বশেষ আপডেট ১৮ মার্চ ২০২৪ ১০:৩৪

ভোলায় বঙ্গবন্ধুর ১০৪তম জন্মবার্ষিকী পালিত 

ভোলা প্রতিনিধি: ভোলায় যথাযোগ্য মর্যাদাসহ নানা আয়োজনের মধ্যে দিয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ১০৪তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস পালিত হয়েছে।

আরও পড়ুন: পুনাকের আয়োজনে জাতীয় শিশু দিবস পালিত

রোববার (১৭ মার্চ) সকালে দিবসটি উপলক্ষে ভোলা জেলা প্রশাসক কার্যালয়ের সামনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে জেলা প্রশাসক মো. আরিফুজ্জামান, জেলা পুলিশ সুপার, মুক্তিযোদ্ধা সংসদ, ভোলা জেলা আওয়ামী লীগ, বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষার্থীরা পুষ্পস্তবক অর্পণ করেন।

পরে জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন ভোলা জেলা প্রশাসক আরিফুজ্জামান। এ সময় প্রধান অতিথি হিসেবে ভিডিও কনফারেন্সে যুক্ত হন ভোলা-১ আসনের সংসদ সদস্য তোফায়েল আহমেদ।

আরও পড়ুন: পঞ্চগড়ে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী উদযাপন

এ সময় বিশেষ অতিথি হিসেবে আলোচনায় অংশ নেন- ভোলা জেলা পুলিশ সুপার মো. মাহিদুজ্জামান, জেলা সিভিল সার্জন শফিকুজ্জামান ও ভোলা জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মইনুল হোসেন বিপ্লব প্রমুখ।

বক্তারা বাংলাদেশের ইতিহাসের মহানায়ক হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের অবদান তুলে ধরে বক্তব্য প্রদান করেন।

আরও পড়ুন: ভূঞাপুরে বঙ্গবন্ধুর ১০৪তম জন্মদিন পালিত

বঙ্গবন্ধু শিশুদের ভালোবাসতেন উল্লেখ্য করে আগামীর উন্নত বাংলাদেশ গড়ার অংশীদার হতে বঙ্গবন্ধুর জীবনী থেকে শিক্ষা গ্রহণের জন্য শিক্ষার্থীদের প্রতি আহ্বান জানান তারা।

অনুষ্ঠানে সরকারি-বেসরকারি দফতরের কর্মকর্তা, জেলা প্রশাসনের কর্মকর্তা, বীর মুক্তিযোদ্ধা ও স্কুল-কলেজের শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।

সান নিউজ/এনজে

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

কুমিল্লায় গোমতী নদীতে অবৈধ বালু উত্তোলন: ৬ ট্রাক জব্দ, ১ জনের জেল

কুমিল্লার গোমতী নদীর চরে অবৈধভাবে বালু উত্তোলনে ০৬...

সন্ত্রাসীদের ছুরিকাঘাতে ছাত্রদল নেতাসহ আহত চার

বগুড়ার রেলওয়ে এলাকায় ছাত্রদল নেতার ওপর সন্ত্রাসী হ...

ফেন্সিডিল ও মদসহ স্বামী-স্ত্রী গ্রেফতার

নীলফামারীতে ফেন্সিডিল ও বিদেশী মদসহ মাদক ব্যবসায়ী...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা