নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: ফরিদপুর জেলা আওয়ামী লীগের সাবেক কোষাধ্যক্ষ, ব্যবসায়ী ও সমাজসেবক বীর মুক্তিযোদ্ধা মাহাবুবুর রহমান খান আর নেই (ইন্না....রাজিউন)। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) সকাল আটটার দিকে রাজধানীর স্কয়ার হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন তিনি।
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত ২৪ আগস্ট স্কয়ার হাসপাতালে ভর্তি হন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৫ বছর। তিনি স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়-স্বজন, সহযোদ্ধা, শুভাকাঙ্খী-শুভানুধ্যায়ী রেখে গেছেন।
মঙ্গলবার বিকেলে মাহবুবুর রহমান খানের মরদেহ ফরিদপুরে আনা হবে। আগামীকাল বুধবার (১৬ সেপ্টেম্বর) বাদ জোহর ফরিদপুর শহরের আলীপুর গোরস্থান জামে মসজিদে নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় আলীপুর গোরস্থানে তার দাফন সম্পন্ন হওয়ার কথা রয়েছে।
মাহবুবুর রহমান খান রেড ক্রিসেন্ট সোসাইটি, জেলা ক্রীড়া সংস্থা, ডায়াবেটিক সমিতি, স্যাটেলাইট ক্যাবল নেটওয়ার্কসহ বিভিন্ন সামাজিক সংগঠনে সম্পৃক্ত ছিলেন। ছিলেন একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির ফরিদপুর জেলা সভাপতি ও ন্যাশনাল ব্যাংকের পরিচালক।
তার মৃত্যুতে কেন্দ্রীয় একাত্তরের ঘাতক দালাল নির্মূল কমিটির সভাপতি শাহরিয়ার কবির ও সাধারণ সম্পাদক কাজী মুকুল, এফবিসিসিআইএর সাবেক সভাপতি এ কে আজাদ, ফরিদপুর জেলা আওয়ামী লীগের সভাপতি সুবল চন্দ্র সাহা ও সাধারণ সম্পাদক সৈয়দ মাসুদ হোসেন, জেলা মহিলা আওয়ামী লীগের সদস্য সচিব আইভি মাসুদ, জেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি শওকত আলী জাহিদ, ফরিদপুর প্রেসক্লাবের সভাপতি কবিরুল ইসলাম সিদ্দিকী ও সাধারণ সম্পাদক মশিউর রহমান খোকনসহ বিশিষ্ট ব্যক্তিরা গভীর শোক প্রকাশ করেছেন।
পৃথক পৃথক শোকবার্তায় মাহবুবুর রহমানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন, তার আত্মার শান্তি কামনা ও শোকসন্তপ্ত পরিবারবর্গের প্রতি সমবেদনা জানানো হয়েছে।