লক্ষ্মীপুর প্রতিনিধি: লক্ষ্মীপুর সদর উপজেলায় মোহাম্মদ ইমরান হোসাইনের বাড়িতে গভীর রাতে ডাকাতির ঘটনা ঘটেছে। ডাকাত দল পরিবারের সদস্যদের হাত-পা বেঁধে অস্ত্র দেখিয়ে স্বর্ণালংকার, নগদ টাকা ও মোবাইল ফোন লুট করে নিয়ে যায়।
আরও পড়ুন : লক্ষ্মীপুরে বাজার নিয়ন্ত্রণে অভিযান
বৃহস্পতিবার (১৪ মার্চ) দিবাগত গভীর রাতে শহরের ১২নং ওয়ার্ড আবির নগর গ্রামের মাওলানা সেকান্দর হাওলাদার বাড়িতে ডাকাতির ঘটনা ঘটে। খবর পেয়ে গভীর রাতে ইমরানের বাড়ি পরিদর্শন করেন পুলিশ সদস্যরা ।
পুলিশ ও ভূক্তভোগী পরিবার জানান, বৃহস্পতিবার দিবাগত রাত দুইটার দিকে পূর্ব থেকে বাড়িতে অবস্থানরত ডাকাত দলের এক সদস্য গভীর রাতে দরজা খুলে দেয়। পরে ভেতরে প্রবেশ করে ৭-৮ জনের মুখোশধারী ডাকাত দল। পরিবারের সবাইকে অস্ত্রের মুখে জিম্মি করে একটি রুমে আটকে রাখে। শব্দ শুনে পাশের বাড়িতে থাকা মিস্ত্রি বশির আহমদ এগিয়ে আসলে তাকেও ভিতরে নিয়ে বেঁধে রাখে। এরপরে ঘরে থাকা কাঠের একটি আলমারিসহ পুরো বাড়ি এলোমেলো করে ৫ ভরি স্বর্ণের জিনিস, তিনটি মোবাইল ফোন ও নগদ ৬০ হাজার টাকা লুটে নেয়।
আরও পড়ুন : ছুরিকাঘাতে যুবককে হত্যা
১২নং ওয়ার্ড কাউন্সিল রিয়াজ পাটোয়ারী রাজু বলেন, ভুক্তভোগীর কল পেয়ে ঘটনাস্থলে এসেছি। ডাকাত দল অস্ত্রের মুখে জিম্মি করে বাড়িতে থাকা ৬ ভরি স্বর্ণলংকার লুট করে নিয়েছে। সবকিছু লুট করে ডাকাত দল মিয়ারাস্তার মাথা হয়ে সিএনজি দিয়ে পালিয়ে যায়।
এ বিষয়ে জানতে লক্ষ্মীপুর থানার ওসি সাইফুদ্দিন আনোয়ারের মুঠোফোনে একাধিকবার ফোন দিলেও তাকে পাওয়া যায়নি।
সান নিউজ/এমআর