লক্ষ্মীপুর প্রতিনিধি: রমজানে নিত্য প্রয়োজনীয় দ্রব্যের বাজার নিয়ন্ত্রণে রাখতে এবং যানজটের ভোগান্তি কমাতে লক্ষ্মীপুরে অভিযান পরিচালনা করেছে জেলা প্রশাসন ও আইন শৃঙ্খলা বাহিনীর মনিটরিং টিম।
আরও পড়ুন : ছুরিকাঘাতে যুবককে হত্যা
বৃহস্পতিবার (১৪ মার্চ) দুপুরে জেলা প্রশাসক সুরাইয়া জাহান ও পুলিশ সুপার তারেক বিন রশিদের নেতৃত্বে শহরের উত্তর তেমুহনী ও চক বাজার এলাকায় যানজট পরিস্থিতি পরিদর্শন করেন তারা।
এ সময় ফুটপাতের পাশে দোকান ও যত্রতত্র পার্কিং করে রাখা যানবাহন সরিয়ে নিতে সংশ্লিষ্টদের সতর্ক করা হয়।
আরও পড়ুন : কক্সবাজারে ৭ ব্যবসায়ীকে জরিমানা
পরে রমজানের প্রয়োজনীয় দ্রব্যের দাম না বাড়াতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান জানান ও সড়ক প্রশস্তকরণ কাজ পরিদর্শন করেন তারা।
এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মেহের নিগার, পৌরসভার মেয়র মোজাম্মেল হায়দার মাসুম ভূঁইয়া, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ্ উদ্দিন টিপু, সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাইফুদ্দিন আনোয়ার।
আরও পড়ুন : কক্সবাজারে ফুটপাত দখলমুক্ত করতে অভিযান
জেলা প্রশাসক সুরাইয়া জাহান জানান, রমজানে অসাধু ব্যবসায়ীরা যাতে পণ্যের দাম বাড়াতে না পারে সে বিষয়ে সতর্ক করা হয়েছে। নির্দেশনা অমান্য করলে জরিমানাসহ শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া হবে।
সান নিউজ/এমআর