জেলা প্রতিনিধি: নওগাঁ জেলার মান্দায় মল্লিকা বেগম (৪০) নামের এক গৃহবধূকে শ্বাসরোধে হত্যার অভিযোগ উঠেছে। এই ঘটনায় পুলিশ তার স্বামী মোহসীন আলীকে (৪৫) আটক করেছে।
আরও পড়ুন: মানুষের পাশে দাঁড়ানোর অনুরোধ
বুধবার (১৩ মার্চ) ভোরে উপজেলার চকখোপা গ্রামে তাদের শয়নকক্ষে এ ঘটনাটি ঘটেছে। দুপুর ১২টার দিকে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে গৃহবধূর লাশ উদ্ধার করেছে।
অভিযুক্ত মোহসীন আলী উপজেলার চকখোপা গ্রামের আহম্মদ আলীর ছেলে ও নিহত মল্লিকা বেগম পার্শ্ববর্তী ভেবড়া গ্রামের মফের আলীর মেয়ে। তাদের ১ টি ছেলে ও মেয়ে সন্তান আছে।
আরও পড়ুন: নাবিকরা নিরাপদে আছে
স্থানীয় সূত্রে জানা যায়, নিহত মল্লিকা দীর্ঘদিন যাবত দাঁত ও কিডনিসহ বিভিন্ন রোগে অসুস্থ থাকায় তাদের পরিবারে অশান্তি বিরাজ করছিল। কয়েকদিন আগে তার একটি অপারেশ করা হয়েছিল। এরই জের ধরে আজ ভোররাতে হয়তো তার স্বামী মোহসীন আলী তাকে গলা চেপে শ্বাসরোধ করে হত্যা করেছে।
মান্দা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাম্মেল হক কাজী জানান, প্রাথমিক জিজ্ঞাসাবাদে গলা চেপে শ্বাসরোধ করে স্ত্রীকে হত্যার কথা স্বীকার করেছে মোহসীন। এছাড়াও মল্লিকার গলা ও শরীরে একাধিক আঘাতের চিহ্ন রয়েছে। মল্লিকার লাশটি ময়নাতদন্তের জন্য নওগাঁ সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/এএ