জেলা প্রতিনিধি: ২৫০ শয্যা বিশিষ্ট জেনারেল হাসপাতালে আগুন লেগেছে। খবর পেয়ে জয়পুরহাট ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে ৩৫ মিনিটের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে।
আরও পড়ুন: সন্ত্রাসীকে কুপিয়ে হত্যা
শুক্রবার (৮ মার্চ) রাত ১টা ১০ মিনিটের দিকে হাসপাতালের ২য় তলায় তত্ত্বাবধায়কের কক্ষে আগুনের সূত্রপাত হয়। আগুনের খবর পেয়ে হাসপাতালের ২য় তলায় ভর্তি রোগীদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে।
আরও পড়ুন: ময়মনসিংহ ও কুমিল্লা সিটিতে ভোট আজ
জয়পুরহাট জেনারেল হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা: সরদার রাশেদ মোবারক বলেন, আগুন লেগে ধোঁয়া দেখা যাওয়ায় রোগী ও স্বজনদের মধ্যে আতঙ্কে ছড়িয়ে পড়ে। অনেকে ওয়ার্ড ছেড়ে বাইরে যান। কিছু সময় পর আগুন নিভিয়ে ফেলা হয়। এতে কোনো ক্ষয়ক্ষতি বা কেউ আহত হননি।
জয়পুরহাট ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের উপ-সহকারী পরিচালক মো. শরীফুল ইসলাম জানান, রাত ১টা ১৪ মিনিটে আমরা খবর পাই। দ্রুত ঘটনাস্থলে এসে দেখি ২য় তলায় আগুন জ্বলছে। শুধুমাত্র তত্ত্বাবধায়কের কক্ষে আগুন ছিল। আমরা দুটি ইউনিট কাজ করেছি। এতে কোনো হতাহতের ঘটনা ঘটেনি।
সান নিউজ/এএন