নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার দিগনগর ইউনিয়নের দিগনগর গ্রামের নিখোঁজ মাদ্রাসাছাত্র দিদার ফকিরের (১৬) মরদেহ উদ্ধার করেছে সিন্দিয়াঘাট ফাঁড়ির পুলিশ।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সন্ধ্যা সাড়ে সাতটার দিকে ওই গ্রামের একটি পুকুর থেকে তার ভাসমান মরদেহ উদ্ধার করা হয়। মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
দিদার ফকির ওই গ্রামের নাসির ফকিরের ছেলে ও দিগনগর ফাজিল মাদ্রাসার ৬ষ্ঠ শ্রেণির ছাত্র।
পুলিশ ও পারিবারিক সূত্রে জানা গেছে, গত রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় মাছ ধরতে বাড়ি থেকে বের হয়ে নিখোঁজ হয় দিদার। অনেক খোঁজাখুজির পর স্থানীয়রা সোমবার সন্ধ্যায় মনির হাফিজের পুকুরে দিদারের মরদেহ ভাসমান দেখে পুলিশে খবর দেন।
মুকসুদপুরের সিন্দিয়াঘাট পুলিশ ফাঁড়ির ইনচার্জ আবুল বাসার বলেন, ময়না তদন্তের রিপোর্ট পেলে মৃত্যুর কারণ জানা যাবে।