জেলা প্রতিনিধি: যশোরের বেনাপোল পোর্ট থানায় মিলন হোসেন (৩৭) নামে এক নৈশ প্রহরীকে কুপিয়ে জখম করেছে দুর্বৃত্তরা। স্থানীয়রা গুরুতর আহত অবস্থায় তাকে উদ্ধার করে যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালে ভর্তি করে।
আরও পড়ুন: খাগড়াছড়িতে ঐতিহাসিক ৭ মার্চ পালিত
বৃহস্পতিবার (৭ মার্চ) বেনাপোল পোর্ট থানার বারোপোতায় এ ঘটনা ঘটে।
আহত মিলন বলেন, তিনি বারোপোতা গ্রামে মশিয়ার রহমান নামে এক ব্যক্তির মাছের ঘেরে নাইট গার্ডের কাজ করেন। প্রায়ই ওখান থেকে আশরাফ, ইছা এবং বাবুসহ ৭-৮ জন প্রতিবেশী মাছ চুরি করেন।
আরও পড়ুন: চট্টগ্রামে গ্যারেজে আগুন, আহত ১৫
তিনি বলেন, বুধবার (৬ মার্চ) রাতে মাছ চুরি করার সময় তিনি তাদের হাতেনাতে ধরে ফেলে। এসময় চোররা তাকে এলোপাতাড়ি মারধর করে ঘটনাস্থল থেকে পালিয়ে যায়। বিষয়টি সম্পর্কে ঘের মালিক ও স্থানীয়দের অবগত করায় ক্ষিপ্ত হয়ে তারা বৃহস্পতিবার বিকেলে মিলনের বাড়িতে এসে তাকে কুপিয়ে জখম করে। গুরুতর অবস্থায় পরিবারের লোকজন তাকে উদ্ধার করে শার্শা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন। কর্তব্যরত চিকিৎসকরা তার অবস্থার অবনতি হলে তাকে যশোর জেনারেল হাসপাতালে প্রেরণ করেন।
বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুমন ভক্ত বলেন, এ বিষয়ে তারা কোন অভিযোগ পায়নি। অভিযোগ পেলে আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এসআর/এএন