জেলা প্রতিনিধি: মুন্সীগঞ্জে পুলিশের ওপর হামলার অভিযোগে দুই হাজার জনকে আসামি করে মামলা করা হয়েছে।
আরও পড়ুন: প্লাস্টিক কারখানায় আগুন, দগ্ধ ৪
বৃহস্পতিবার (৭ মার্চ) পুলিশ বাদী হয়ে ৩১ জনের নাম উল্লেখ করে অজ্ঞাত দেড় থেকে দুই হাজার জনের বিরুদ্ধে এ মামলা করে।
মঙ্গলবার (৫ মার্চ) গ্যাস সরবরাহের দাবিতে গ্রাহকরা ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মুন্সীগঞ্জের গজারিয়া অংশ অবরোধ করে বিক্ষোভ করেন। পুলিশ খবর পেয়ে সেখানে গিয়ে আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরে যেতে বললে আন্দোলনকারীদের ইট-পাটকেলে সদর-গজারিয়া সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার থান্দার খায়রুল হাসান, গজারিয়া থানার ওসি রাজিব খানসহ ৮ পুলিশ সদস্য আহত হন।
পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রাজিব খান বলেন, সড়কে বিশৃঙ্খলা করার চেষ্টা করলে তাতে পুলিশ বাধা দেয়। এ সময় অবরোধকারীরা পুলিশের ওপর হামলা করে। এ ঘটনায় ৩১ জনের নাম উল্লেখ করে দেড় থেকে ২ হাজার অজ্ঞাতনামা আসামির বিরুদ্ধে থানায় মামলা করা হয়েছে।
আরও পড়ুন: চট্টগ্রামে ট্রেনের বগিতে আগুন
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, গত ২৫ ফেব্রুয়ারি পূর্ব ঘোষণা ছাড়া গ্যাস সরবরাহ বন্ধ করে দেয় তিতাস গ্যাস কর্তৃপক্ষ। গ্যাস সরবরাহের দাবিতে গত মঙ্গলবার দুপুরে দরি বাউশিয়া বাসস্ট্যান্ড এলাকায় বাউশিয়া ইউনিয়নের পুরান বাউশিয়া, পোড়াচক বাউশিয়াসহ ৭ থেকে ৮টি গ্রাম থেকে আগত কয়েক হাজার নারী-পুরুষ মহাসড়ক অবরোধ করে। খবর পেয়ে প্রশাসনের পক্ষ থেকে আন্দোলনকারীদের সঙ্গ কয়েক দফা বৈঠক করা হলেও বিষয়টির সমাধান না হওয়ায় বিকেল ৩টার দিকে পুনরায় মহাসড়কে টায়ার জ্বালিয়ে বিক্ষোভ শুরু করেন আন্দোলনকারীরা। এ সময় পুলিশ আন্দোলনকারীদের মহাসড়ক থেকে সরিয়ে দিতে চাইলে পুলিশের ওপর তারা হামলা চালান। এ সময় আহত হন আট পুলিশ সদস্য। পরিস্থিতি নিয়ন্ত্রণে শতাধিক রাউন্ড শর্টগানের গুলি ও কয়েকটি টিয়ারশেল নিক্ষেপ করে পুলিশ। এতে আহত হন অন্তত ১৮ জন।
সান নিউজ/এএন