নিজস্ব প্রতিবেদক:
খুলনা: খুলনা থেকে সকল রুটে ট্রেন চলাচল শুরু হলেও চালু হয়নি খুলনা-কলকাতা রুটের বন্ধন এক্সপ্রেস।
করোনার কারণে গত ২৬ মার্চ থেকে দেশজুড়ে ট্রেন চলাচল বন্ধ ছিল। বাংলাদেশ রেলওয়ের নির্দেশনা অনুসারে আগামীকাল বুধবারের (১৬ সেপ্টেম্বর) মধ্যে দেশের বিভিন্ন রুটে পর্যায়ক্রমে সব কমিউটার, মেইল, এক্সপ্রেস ও লোকাল ট্রেন চালু হবে। এর অংশ হিসেবে দীর্ঘ পাঁচমাস পর খুলনার সকল রুটে গত শনিবার (১২ সেপ্টেম্বর) থেকে ফের ট্রেন চলাচল করছে।
খুলনা রেলস্টেশন সূত্রে জানা গেছে, করোনা ভাইরাসের কারণে ট্রেনের মোট আসন সংখ্যার ৫০ শতাংশ টিকিট বিক্রি করা হচ্ছে। এর মধ্যে ২৫ শতাংশ স্টেশনের কাউন্টারে আর বাকি ২৫ শতাংশ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে।
স্টেশনমাস্টার মানিক চন্দ্র সরকার জানান, তবে খুলনা-কলকাতা বন্ধন এক্সপ্রেস বন্ধ রয়েছে। কবে চালু হবে, সে বিষয়ে নির্দেশনা আসেনি।
কাউন্টারের দায়িত্বে থাকা কামরুল ইসলাম বলেন, খুলনা থেকে কলকাতাসহ দেশের বিভিন্ন রুটে ১১টি ট্রেন চলে। বর্তমানে বন্ধন বাদে চিত্রা, সুন্দরবন, সীমান্ত, কপোতাক্ষ, রূপসা, সাগরদাঁড়ি, মহানন্দা, রকেট, নকশিকাঁথা ও বেতনা এক্সপ্রেস চলাচল করছে।