নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: অফিস কার্যাদেশে শাস্তি পাওয়ায় মানসিক চাপে বিষপানে আত্মহত্যা করেছেন কৃষি ব্যাংকের এজিএম হাসান উল জাকী (৪২)।
হাসান উল জাকীর মূল বাড়ি খুলনার সোনাডাঙায়। তিনি বরিশালে কর্মরত ছিলেন। সম্প্রতি কৃষি ব্যাংক থেকে সাসপেন্ড হন।
রোববার (১৩ সেপ্টেম্বর) সন্ধ্যায় নগরীর জিয়া সড়কের বাসা থেকে তার মরদেহ উদ্ধার করা হয় বলে জানান কোতয়ালি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুরুল ইসলাম।
ব্যাংকের কর্মচারী গোলাম কিবরিয়া বলেন, ‘হাসান উল জাকী বিষপানে আত্মহত্যা করেছেন বলে জেনেছি।’
তিনি জানান, বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) হাসান উল জাকী বরিশাল থেকে খুলনায় যান এবং রোববার ফিরে অফিসে আসেন। পরে তিনি দুপুরের দিকে বাসায় চলে যান। দুপুরের খাবারও খাননি। পরে ফোন করে না পেয়ে ব্যাংকের আরেক কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করেন জাকীর পরিবারের সদস্যরা। পরে ওই কর্মকর্তা জাকীর জিয়া সড়কের বাসায় গিয়ে জানালা দিয়ে তাকে অচেতন অবস্থায় দেখতে পান। পরে পুলিশ এসে মরদেহ উদ্ধার করে ময়না তদন্তের জন্য শেবাচিম হাসপাতালে পাঠায়।
ওসি নুরুল ইসলাম জানান, প্রাথমিকভাবে ঘটনাটি আত্মহত্যা মনে হচ্ছে।