জেলা প্রতিনিধি: গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় অতিরিক্ত মদ্যপানে ২ জন মারা গেছেন।
আরও পড়ুন : ভাসানচরে পৌঁছেছে আরও ১১৪১ রোহিঙ্গা
শুক্রবার (২ মার্চ) দিবাগত রাতে কালিয়াকৈরের হরিণহাটি গ্রামে এ ঘটনা ঘটে। পুলিশ মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল জেনারেল হাসপাতালে পাঠিয়েছে।
মৃতরা হলেন জয়পুরহাটের পাঁচবিবি থানার পূর্ব বালিঘাটা গ্রামের আজিবর রহমানের ছেলে হেলাল উদ্দিন (৪২) এবং দিনাজপুরের বিরামপুর থানার ঘরের পাড় শিমুতলী গ্রামের তোফাজ্জল হোসেনের ছেলে কাদেরুল (২৮)। হেলাল পেশায় কসাই ও কাদেরুল বেকারি শ্রমিক ছিলেন। উভয়ই হরিণহাটির দুলাল উদ্দিন সরকারের বাড়ির ভাড়াটিয়া।
আরও পড়ুন : স্বামীকে হত্যার পর থানায় স্ত্রীর আত্মসমর্পণ
জানা গেছে, শুক্রবার রাতে দেশীয় মদ পান করে অসুস্থ হয়ে মারা যান হেলাল ও কাদেরুল। অসুস্থ অবস্থায় তাদের টাঙ্গাইলের মির্জাপুর থানার কুমুদিনী হাসপাতালে নিয়ে ভর্তি করে স্বজনরা। কর্তব্যরত চিকিৎসকরা রাত ১টার দিকে তাদের মৃত ঘোষণা করেন।
কুমুদিনী হাসপাতালের ডিজিএম (অপারেশন) অনিমেষ ভৌমিক লিটন জানান, দুইজনই হাসপাতালে আনার পথেই মারা গিয়েছিল। জরুরি বিভাগে নেওয়া হলে কর্তব্যরতরা তাদের মৃত ঘোষণা করেন।
আরও পড়ুন : তিন রাউন্ড গুলিসহ রিভলবার উদ্ধার
টাঙ্গাইলের মির্জাপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল করিম বলেন, নিহতদের সুরতহাল রিপোর্ট তৈরি হলেই মরদেহ ময়নাতদন্তের জন্য টাঙ্গাইল শেখ হাসিনা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হবে।
সান নিউজ/এসআর/এমআর