নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ: গোপালগঞ্জ-টেকেরহাট সড়কের সদর উপজেলার কংশুর বাসস্ট্যান্ডের সরকারি জায়গা থেকে অবৈধভাবে বালু উত্তোলন ও বিক্রি বন্ধের দাবিতে মানববন্ধন করেছেন আশেপাশের চার গ্রামের বাসিন্দারা।
সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে কংশুর বাসস্ট্যান্ডে এ মানববন্ধনে উলপুর, কংশুর, দুর্গাপুর ও বনগ্রামের আওয়ামী লীগ, কৃষকলীগ নেতারাসহ বিভিন্ন শ্রেণী-পেশার কয়েকশ’ মানুষ অংশ নেন।
বনগ্রামের মুক্তিযোদ্ধা মোহাম্মদ আলী মোল্লার সভাপতিত্বে মানববন্ধনে করপাড়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি নোয়াব আলী ফকির ও উলপুর ইউনিয়ন কৃষকলীগের সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ বক্তৃতা করেন।
বক্তারা বলেন, স্থানীয় প্রভাবশালী একটি মহল দীর্ঘদিন ধরে কংশুর বাসস্ট্যান্ড এলাকার সরকারি জায়গা দখল করে বালু উত্তোলন ও বিক্রি করে আসছেন। ফলে নদীর পাড় ভেঙে যাচ্ছে। তাই ভবিষ্যতের কথা চিন্তা করে সরকারি জায়গা থেকে বালু উত্তোলন ও বিক্রি বন্ধে প্রশাসনের হস্তক্ষেপ কামনা করেন মানববন্ধনকারীরা।
সান নিউজ/ এআর