নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: বীর মুক্তিযোদ্ধা ওমর আলী শেখ ও তার মেয়ে দিনাজপুরের ঘোড়াঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানমের ওপর বর্বরোচিত হামলার প্রতিবাদ ও সুষ্ঠু বিচারের দাবিতে ফরিদপুরের ভাঙ্গায় মানববন্ধন ও বিক্ষোভ করেছেন মুক্তিযোদ্ধারা।
বাংলাদেশ মুক্তিযোদ্ধা সংসদ ভাঙ্গা উপজেলা কমান্ডের উদ্যোগে সোমবার (১৪ সেপ্টেম্বর) সকালে উপজেলা পরিষদের সামনের সড়কে ঘন্টাব্যাপী এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।
এর আগে মুক্তিযোদ্ধা কমপ্লেক্স থেকে বিক্ষোভ মিছিল করে মুক্তিযোদ্ধারা উপজেলা পরিষদ কমপ্লেক্সে আসেন।
মানববন্ধনে জেলা ডেপুটি কমান্ডার নজরুল ইসলাম জামাল, ভাঙ্গা উপজেলা কমান্ডার আবুল বাশার মাতুব্বর, ডেপুটি কমান্ডার মো. মাহাবুব হোসেন, মো. আবুল হাসান মাতুব্বর ও মীর হাসম তআলী, সহকারী কমান্ডার (সাংগঠনিক) গোলাম মোস্তফা, ভাঙ্গা পৌর কমান্ডার জাকির হোসেন খসরুসহ বীর মুক্তিযোদ্ধারা বক্তব্য দেন।
বক্তারা হামলার ঘটনায় সুষ্ঠু তদন্ত এবং হামলাকারীদের শাস্তির আওতায় এনে দৃষ্টান্ত স্থাপনের দাবি জানান।