কামরুজ্জামান স্বাধীন, উলিপুর (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে বন্যার আগাম সতর্কবার্তা ও ঝুঁকি ব্যবস্থাপনা বিষয়ক প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
আরও পড়ুন : কাভার্ডভ্যানের চাপায় শিক্ষার্থী নিহত
বৃহস্পতিবার (২২ ফেব্রুয়ারি) সকাল ১০টায় উপজেলা অডিটোরিয়াম হলরুমে দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তর, দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের আয়োজনে, রিজিওনাল ইন্টিগ্রেটেড মাল্টি-হ্যাজার্ড আর্লি ওয়ার্নিং সিস্টেম (রাইমস) এর কারিগরি সহায়তায় প্রভাতী প্রকল্প- ডিডিএম কম্পোনেন্ট স্থানীয় পর্যায়ে বন্যার আগাম সতর্কবার্তা ও প্রচার ব্যবস্থা উন্নয়ন প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়।
প্রোগ্রাম ম্যানেজার ফখরুল আরেফীনের সঞ্চালনায় সভাপতিত্ব করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম হোসেন মন্টু। প্রধান অতিথি হিসেবে ভার্চুয়ালি যুক্ত হন দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের মহা পরিচালক মিজানুর রহমান। এসময় বক্তব্য রাখেন, বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বন্যা পূর্বাভাস ও সতর্কীকরণ কেন্দ্রের নির্বাহী প্রকৌশলী সরদার উদয় রায়হান, এমআইএমের পরিচালক নিতাই চন্দ্র, উপ প্রকল্প সমন্বয়ক মিজানুর রহমান, জেলা ত্রাণ ও পূণবাসন কর্মকর্তা আব্দুল হাই সরকার, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান আবু সাঈদ সরকার, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা সিরাজুদ্দৌলা প্রমুখ।
আরও পড়ুন : ভোলায় ধর্ষণকারীর শাস্তির দাবি
এছাড়াও উপজেলার বিভিন্ন দপ্তর প্রধান, বিভিন্ন ইউপি চেয়ারম্যান, ইউপি সদস্যবৃন্দসহ দুর্যোগ ব্যবস্থাপনা কমিটির সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন।
সান নিউজ/এমআর