খুলনার খালিশপুরে শ্রমিক সংহতি সমাবেশ
সারাদেশ

রাষ্ট্রায়ত্ব পাটকল চালুর দাবিতে হরতালের হুমকি

নিজস্ব প্রতিবেদক:

খুলনা: রাষ্ট্রায়ত্ব পাটকল রক্ষা, দুর্নীতি-লুটপাট বন্ধ, অবসরপ্রাপ্ত ও কর্মরত সকল শ্রমিকের বকেয়া এককালীন পরিশোধ ও পাটকলের আধুনিকায়নসহ ১৪ দফা দাবিতে খুলনার খালিশপুরে শ্রমিক সংহতি সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। রোববার (১৩ সেপ্টেম্বর) বিকেল চারটায় পিপলস্ গোলচত্বরের সমাবেশে খালিশপুর, রাজঘাট অঞ্চলের নয়টি পাটকলের শ্রমিকরা যোগ দেন।

সমাবেশে অবিলম্বে দাবি মেনে না নিলে আগামীদিনে হরতালসহ আরও বৃহত্তর আন্দোলন গড়ে তোলা হবে বলে জানান নেতারা।

বক্তারা অভিযোগ করে বলেন, ‘বিজেএমসি ও মন্ত্রণালয়ের দুর্নীতি করে পাটশিল্প ধ্বংস করছে, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে সরকার লুটপাটের চেষ্টা করছে। সরকার যদি দুর্নীতি-লুটপাট থেকে সরে না আসে অবিলম্বে রাষ্ট্রীয় পরিচালনায় পাটকল চালুর ঘোষণা না দেয়, তাহলে ঝাডু মিছিল থেকে শুরু করে অবরোধ, হরতালসহ বিক্ষুব্ধ শ্রমিকরা তাদের অধিকার আদায়ে সর্বোচ্চ মরিয়া প্রমাণ দেখাতে বাধ্য হবেন।’

‘পাটকল রাষ্ট্রের সম্পত্তি, জনগণের সম্পদ এগুলো বিক্রি করা চলবে না। খুলনার আন্দোলনকে সারা বাংলাদেশে ছড়িয়ে দিতে হবে। চলতি মাসের মধ্যে দাবি না মানলে আমরা হরতালের মতো কর্মসূচি দিতে বাধ্য হবো।’

বক্তারা আরো বলেন, ‘সরকার রাষ্ট্রায়ত্ব ২৫টি পাটকল বন্ধ করে দিয়ে প্রায় ৭০ হাজার শ্রমিককে কর্মহীন করে দিয়েছে। তাদের পরিবারকে অন্ধকার ভবিষ্যতের দিকে ঠেলে দিয়েছে। বেকারত্ব বাড়িয়ে দিয়েছে। শ্রমিকদের ছেলে-মেয়েদের পড়ালেখা বন্ধ হয়ে যাচ্ছে।’

এর ফলে শ্রমিকদের বিভিন্ন অপরাধমূলক কাজে লিপ্ত হওয়ার আশঙ্কা প্রকাশ করে তারা বলেন, ‘কোনোভাবেই এসব মিল পিপিপি, লীজ বা ব্যক্তিমালিকানায় দেওয়া চলবে না। শ্রমিক-কর্মচারী ঐক্য পরিষদের (স্কপ) প্রস্তাবনা অনুসারে মাত্র এক হাজার ২০০ কোটি টাকা ব্যয়ে আধুনিকায়ন করতে হবে। অবসরপ্রাপ্ত ও কর্মরতসহ সকল শ্রমিকদের বকেয়া পাওনা এককালীন পরিশোধ করতে হবে।’

পাটকল রক্ষায় সম্মিলিত নাগরিক পরিষদের আহবায়ক অ্যাডভোকেট কুদরত-ই-খুদার সভাপতিত্বে সমাবেশে বক্তব্য দেন কারা নির্যাতিত শ্রমিকনেতা অলিয়ার রহমান ও নুরুল ইসলাম, গণসংহতি আন্দোলনের প্রধান সমন্বয়কারী জননেতা জোনায়েদ সাকি, সিপিবির কেন্দ্রীয় সহ সাধারণ সম্পাদক কাজী সাজ্জাদ জহির চন্দন, বাসদের কেন্দ্রীয় নেতা রাজেকুজ্জামান রতন, ইউনাইটেড কমিউনিস্ট লীগের সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন নান্নু, বিপ্লবী ওয়ার্কার্স পার্টির কেন্দ্রীয় নেতা আকবর খান, বাংলাদেশের ওয়ার্কার্স পার্টির (মার্ক্সবাদী) সাধারণ সম্পাদক ইকবাল কবির জাহিদ, শ্রমিকনেতা শামসেদ আলম শমসের, বাংলাদেশ ছাত্র ফেডারেশনের সভাপতি গোলাম মোস্তফা, খুলনা সমাজতান্ত্রিক মহিলা ফোরামের সভাপতি কোহিনুর আক্তার কণা, সিপিবির খুলনা নারী সেলের আহ্বায়ক সুতপা বেদজ্ঞ, শ্রমিকনেতা মোজাম্মেল হক খান, খুলনা নাগরিক সমাজের আহ্বায়ক আ ফ ম মহসিন, ছাত্র ফেডারেশন খুলনা মহানগর শাখার আহ্বায়ক আল আমিন শেখ প্রমুখ।

সমাবেশ পরিচালনা করেন নাগরিক পরিষদের সদস্য সচিব এস এ রশিদ, গণসংহতি আন্দোলন খুলনা জেলার আহবায়ক মুনীর চৌধুরী সোহেল, বাসদ খুলনা জেলার আহবায়ক জনার্দন দত্ত নান্টু ও ইউনাইটেড কমিউনিস্ট লীগের নেতা আনিসুর রহমান মিঠু।

সান নিউজ/ এআর | Sun News

Copyright © Sunnews24x7
সবচেয়ে
পঠিত
সাম্প্রতিক

সালমান শাহ’র জন্ম

নিজস্ব প্রতিবেদক: আজকের ঘটনা কাল অতীত। প্রত্যেকটি অতীত সময়ের...

টিভিতে আজকের খেলা

স্পোর্টস ডেস্ক: প্রতিদিনের মতো আজ বৃহস্পতিবার (১৯ সেপ্টেম্বর...

দেশে তাপপ্রবাহের আভাস

নিজস্ব প্রতিবেদক : দেশের তিন বিভাগের ওপর দিয়ে তাপপ্রবাহ বয়ে...

বিদ্যুৎপৃষ্টে ইলেকট্রিক মিস্ত্রির মৃত্যু

নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বেগমগঞ্জে সেচ দিয়ে বন্যার পান...

মা হচ্ছেন সানা সৈয়দ

বিনোদন ডেস্ক: বিয়ের ৩ বছর পর মা হতে চলেছেন ‘কুণ্ডলী ভা...

নাইজেরিয়ায় ভয়াবহ বন্যা, নিহত ২৮৫

আন্তর্জাতিক ডেস্ক : নাইজেরিয়ায় ভয়াবহ বন্যায় অন্তত ২৮৫ জনের প...

ট্রাকের ধাক্কায় নিহত ২

জেলা প্রতিনিধি : টাঙ্গাইলের ধনবাড়ীতে ট্রাকের ধাক্কায় ব্যাটার...

অনেক সচিব নাশকতার চেষ্টা করছে

নিজস্ব প্রতিবেদক : শেখ হাসিনা সরকারের দোসর অনেক সচিব এখনো বি...

পাহাড়ে সবাইকে শান্ত থাকার আহ্বান

নিজস্ব প্রতিবেদক : পার্বত্য খাগড়াছড়ি ও রাঙামাটিতে সৃষ্ট সম...

ফলোঅনে ডুবল বাংলাদেশ

স্পোর্টস ডেস্ক : চেন্নাই টেস্টের প্রথম ইনিংসে ভারতের ৩৭৬ রান...

লাইফস্টাইল
বিনোদন
sunnews24x7 advertisement
খেলা