জেলা প্রতিনিধি: চট্টগ্রামের মীরসরাইয়ের খৈয়াছড়া ঝর্ণা থেকে পড়ে শাহরিয়ার আনাস (২২) নামে এক মেডিকেল শিক্ষার্থীর মৃত্যু হয়েছে।
আরও পড়ুন: মেয়েকে পুঁতে রাখলেন বাবা
বৃহস্পতিবার (১৫ ফেব্রুয়ারি) দুপুরে ঝর্ণার ওপর থেকে পা পিছলে নিচে পড়ে যান তিনি। পরে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের কর্মীরা তাকে উদ্ধার করে স্থানীয় স্বাস্থ্যকেন্দ্রে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।
মীরসরাই থানা পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহত শাহরিয়ার আনাস চুয়াডাঙ্গার আলমডাঙ্গা পৌর এলাকার থানাপাড়ার আব্দুল্লাহ আল মামুনের ছেলে। তিনি বেসরকারি প্রতিষ্ঠান শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। তার বাবা আলমডাঙ্গা বণিক সমিতির সাধারণ সম্পাদক। দুই ভাইয়ের মধ্যে শাহরিয়ার আনাস ছিল বড়।
আরও পড়ুন: সাংবাদিকের দ্বিখণ্ডিত লাশ উদ্ধার
আলমডাঙ্গা বনিক সমিতির সভাপতি আরেফিন মিয়া মিলন জানান, গতকাল বুধবার রাতে শাহরিয়ার আনাস ঢাকা থেকে তার বন্ধুদের সঙ্গে চট্টগ্রামের মীরসরাইয়ে ঘুরতে যায়। বৃহস্পতিবার বিকেলে খবর পাই ঝর্ণা থেকে পা পিছলে নিচে পড়ে শাহরিয়ার আনাস নিহত হয়েছেন। তিনি শহীদ মনসুর আলী মেডিকেল কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন। মরদেহ গ্রামের বাড়ি নিয়ে আসার প্রক্রিয়া চলছে।
পুলিশের পরিদর্শক মোহাম্মদ সহিদুল ইসলাম জানান, ঢাকা থেকে বন্ধুদের সঙ্গে ঘুরতে এসেছিলেন শাহরিয়ার আনাস। ঝর্ণার ওপর থেকে পা পিছলে পড়ে তার মৃত্যু হয়েছে। মরদেহ আমাদের হেফাজতে আছে। ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশনা অনুযায়ী পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।
সান নিউজ/এএন