নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ: ট্রাকের ধাক্কায় নিহত হয়েছেন ভ্যানচালক এখলাস বিশ্বাস (৪৫)। রোববার (১৩ সেপ্টেম্বর) বেলা ১১টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের শহরতলীর মান্দারতলা এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
নিহত এখলাস টুঙ্গিপাড়া উপজেলার কুশলি গ্রামের আকবর বিশ্বাসের ছেলে।
গোপালগঞ্জ সদর থানার এসআই রাজু আহম্মেদ বলেন, ভ্যানচালক এখলাস জেলা শহর থেকে ভ্যান চালিয়ে গ্রামের বাড়িতে ফিরছিলেন। পথিমধ্যে দ্রুতগতির ট্রাকটি চাপা দিলে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে হাইওয়ে পুলিশের কাছে লাশ হস্তান্তর করা হয়েছে।
সান নিউজ/ এআর