কিশোরগঞ্জ প্রতিনিধি: ‘বাংলা ইশারা ভাষার প্রসার করি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি’- এ প্রতিপাদ্যকে সামনে রেখে সারাদেশের ন্যায় কিশোরগঞ্জে বাংলা ইশারা ভাষা দিবস পালিত হয়েছে।
আরও পড়ুন: নজরুল বিশ্ববিদ্যালয়ে সাংবাদিকের ওপর হামলা
বুধবার (৭ ফেব্রুয়ারি) সকালে এ উপলক্ষে একটি বর্ণাঢ্য র্যালি শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে জেলা প্রশাসকের কার্যালয়ে গিয়ে শেষ হয়।
পরে জেলা প্রশাসকের হল রুমে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। জেলা সমাজসেবা অফিসার কামরুজ্জামানের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন- জেলা প্রশাসক মো. আবুল কালাম আজাদ, অতিরিক্ত জেলা প্রশাসক মো. রুবেল মাহমুদ ও সদর উপজেলা সমাজসেবা কর্মকর্তা মো. শহিদুল ইসলাম প্রমুখ।
আরও পড়ুন: মাটিরাঙ্গা সরকারী ডিগ্রি কলেজে পুরস্কার বিতরণ
এ সময় উপস্থিত ছিলেন- জেলার বিভিন্ন বিভাগীয় কর্মকর্তা ছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রতিবন্ধী ছাত্রছাত্রীরা। পরে প্রতিবন্ধীদের মাঝে হুইল চেয়ার ও ট্রাই সাইকেল বিতরণ করা হয়।
সান নিউজ/এনজে