জেলা প্রতিনিধি : মিয়ানমারে সংঘাতময় পরিস্থিতিতে দেশটির আরও ৬৩ সীমান্তরক্ষী পালিয়ে বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
আরও পড়ুন : গৃহকর্মীর মৃত্যুর ঘটনায় গ্রেফতার ২
বুধবার (৭ ফেব্রুয়ারি) বেলা ১১ টায় বিজিপির সদস্যরা হোয়াইক্যং সীমান্ত দিয়ে বাংলাদেশে অনুপ্রবেশ করেছে। এ তথ্য নিশ্চিত করেছেন বিজিবি মিডিয়া বিভাগের কর্মকর্তা শরিফুল ইসলাম।
পালিয়ে আসা বিজিপি সদস্যদের বাংলাদেশের সীমান্ত রক্ষী বিজিবির হেফাজতে নেওয়া হয়েছে। এসময় তাদের সঙ্গে থাকা বিপুল অস্ত্র জব্দ করা হয়েছে।
আরও পড়ুন : ইসরায়েলের সঙ্গে সম্পর্ক নয়
সবাই হোয়াইক্যং বিজিবির সীমান্ত ফাড়িতে অবস্থান করছেন। বিজিবির পক্ষ থেকে এ বিষয়ে পরে বিস্তারিত জানানো হবে বলে জানানো হয়েছে।
প্রসঙ্গত, এর আগে কয়েক দফায় ২৬৪ জন পালিয়ে এসেছে। এ পর্যন্ত মোট ৩২৭ সীমান্তরক্ষী বাংলাদেশে আশ্রয় নিয়েছে।
সান নিউজ/এমআর