জেলা প্রতিনিধি: লক্ষ্মীপুরের রামগঞ্জে কোহিনুর বেগম নামে এক নারী তার স্বামী আবুল বাশারকে (৫৫) বাঁশ দিয়ে পিটিয়ে হত্যা করেছেন।
আরও পড়ুন: সিঁধ কেটে মা-মেয়েকে ধর্ষণ
মঙ্গলবার (৬ ফেব্রুয়ারি) সকালে উপজেলার চন্ডিপুর ইউনিয়নের ফতেহপুর গ্রামের দিঘির পাড় এলাকার ওয়ারেছ পাটোয়ারী বাড়িতে এ ঘটনা ঘটে। এ ঘটনায় কোহিনুরসহ ৩ জনকে আটক করে থানায় নিয়ে গেছে পুলিশ।
আটককৃতরা হলেন, নিহতের স্ত্রী কোহিনুর বেগম, নিহতের মেয়ে রাফা আক্তার ও পুত্রবধূ দিপা আক্তার।
নিহত আবুল বাশার ওই বাড়ির মৃত হাবিব উল্যার ছেলে ও সৌদি প্রবাসী ছিলেন।
আরও পড়ুন: সীমান্তবাসীদের সরিয়ে নেওয়ার নির্দেশ
পুলিশ ও স্থানীয়রা বলেন, আবুল বাশার দীর্ঘদিন সৌদি আরব ও ওমান প্রবাসী ছিলেন। প্রায় ৬ বছর আগে তিনি বাড়িতে চলে আসেন। বিদেশ থেকে আসার পর তিনি জানতে পারেন, প্রতিবেশী বিল্লাল হোসেন দিলুর সাথে তার স্ত্রী কোহিনুরের পরকীয়া রয়েছে। তখন থেকেই স্ত্রী কোহিনুরের সাথে বাশারের কলহ শুরু হয়। প্রায়ই তাদের মধ্যে ঝগড়া হতো। ঘটনার সময় বাশারকে তার স্ত্রী পাশের বাড়ি থেকে ধান আনার জন্য বলে। এনিয়ে দুইজনের মধ্যে কথা কাটাকাটি হয়। একপর্যায়ে কোহিনুর একটি বাঁশের লাঠি নিয়ে তাকে আঘাত করতে শুরু করেন। এতে বাশার অচেতন হয়ে পড়েন। তাৎক্ষণিকভাবে বাড়ির মানুষজন জড়ো হয়ে পড়েন। এরপর হাসপাতালে নেওয়ার আগেই বাশার মারা যান। খবর পেয়ে ঘটনাস্থল থেকে পুলিশ মরদেহ উদ্ধার করে।
আরও পড়ুন: ধর্ষণ মামলায় যুবকের যাবজ্জীবন
নিহত বাশারের ভাতিজা বাহার উল্যাহ বলেন, বাঁশের আঘাতে তার চাচা বাশার অচেতন হয়ে পড়েন। হাসপাতালে নেওয়ার আগেই তিনি মারা যান। ঘটনাটির সুষ্ঠ তদন্তের দাবি জানাই।
অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) হাসান মোস্তফা স্বপন জানান, মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রতিবেদন পেলে মৃত্যুর কারণ জানা যাবে। এ ঘটনায় জিজ্ঞাসাবাদের জন্য তিনজনকে আটক করা হয়েছে।
সান নিউজ/এএন