নিজস্ব প্রতিবেদক:
বরিশাল: নৌ-পরিবহন প্রতিমন্ত্রী খালিদ মাহমুদ চৌধুরী বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা উন্নয়নের রাজনীতি করেন। মানুষের অধিকার হরণের রাজনীতি করেন না। তার হাত ধরে নদীপথে বৈপ্লবিক উন্নয়ন সাধিত হয়েছে।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হিজলা-মেহেন্দীগঞ্জ উপজেলার মেঘনা নদীর ভাঙন কবলিত এলাকা পরিদর্শনে এসে জনসভায় এসব কথা বলেন তিনি।
প্রতিমন্ত্রী আরও বলেন, ‘পরিকল্পিত ড্রেজিংয়ের মাধ্যমে নদীভাঙন রোধ করা হবে। নদীভাঙনে প্রতি বছর বাড়ি-ঘর, রাস্তা-ঘাট, শিক্ষাপ্রতিষ্ঠানসহ শত শত একর ফসলি জমি নদীগর্ভে বিলীন হয়ে যায়।’
‘ভাঙন কবলিত এলাকা নিয়ে সার্ভে করা হয়েছে। খুব শিগগিরই নদীভাঙন রোধে পরিকল্পিত ড্রেজিং শুরু করা হবে। প্রথমাবস্থায় দেশের প্রধান প্রধান ৫৩টি নদী ড্রেজিং করা হচ্ছে। নদী ড্রেজিং সম্পন্ন হলে দেশে বন্যা ও নদীভাঙন কমে আসবে।’
তিনি মেহেন্দীগঞ্জবাসীকে স্থানীয় সংসদ সদস্য পঙ্কজ নাথের ওপর আস্থা রাখতে বলেন।
প্রতিমন্ত্রীর সঙ্গে ছিলেন বরিশাল-৪ আসনের সংসদ সদস্য পঙ্কজ নাথ, বরিশালের জেলা প্রশাসক এস এম অজিয়র রহমান, বরিশাল নৌ-বন্দর কর্মকর্তা আজমল হুদা মিঠু প্রমুখ।