নিজস্ব প্রতিবেদক:
গোপালগঞ্জ: মুকসুদপুর উপজেলার দক্ষিণ জলিরপাড় গ্রামের মৃত কুমুদ বাগচীর ধানক্ষেতের পাশ থেকে অজ্ঞাত এক ব্যক্তির (৫০) মরদেহ উদ্ধার করেছে পুলিশ।
শনিবার (১২ সেপ্টেম্বর) দুপুরে হাত-পা বাধা অবস্থায় মরদেহটি উদ্ধার করা হয়।
মুকসুদপুর থানার সিন্দিয়াঘাট নৌ-পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক মো. আবুল বাশার জানান, বেলা ১২টার দিকে ওই ব্যক্তির মরদেহ দেখতে পেয়ে পুলিশে খবর দেন এলাকাবাসী। পরে ঘটনাস্থলে গিয়ে মরদেহটি উদ্ধার করা হয়। তবে নিহতের পরিচয় এখনও শনাক্ত করা যায়নি। ময়না তদন্তের জন্য মরদেহ গোপালগঞ্জ ২৫০ শয্যার হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।
সান নিউজ/ এআর