নিজস্ব প্রতিবেদক:
দিনাজপুরের ঘোড়াঘাট থানায় নতুন ভারপ্রাপ্ত কর্মকর্তার (ওসি) দায়িত্ব পেয়েছেন রংপুর সদর থানার পরিদর্শক (তদন্ত) আজিম উদ্দিন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ওয়াহিদা খানম ও তার বাবা মুক্তিযোদ্ধা ওমর আলী শেখের ওপর হামলা ঘটনার আটদিন পর গত শুক্রবার (১১ সেপ্টেম্বর) ওসি আমিরুল ইসলামকে ঘোড়াঘাট থানা থেকে প্রত্যাহার করা হয়। সেদিন রাতেই তার বদলে দায়িত্ব পান আজিম উদ্দিন।
আজিম উদ্দিন সাংবাদিকদের বলেন, ‘শুক্রবার রাতেই ওসি আমিরুল ইসলামের কাছ থেকে দায়িত্ব বুঝে নিয়েছি।’
নাম প্রকাশ না করার শর্তে পুলিশের এক কর্মকর্তা বলেন, ‘বিভিন্ন কারণে ঘোড়াঘাট থানার বর্তমান ওসি আমিরুল ইসলামকে সেখান থেকে ক্লোজড করে পুলিশলাইনসে আনা হয়েছে। রংপুর সদর থানার ইন্সপেক্টর আজিম উদ্দিনকে পদোন্নতি দিয়ে ঘোড়াঘাট থানার ওসি হিসেবে নিয়োগ করা হয়েছে।’
গত ২ সেপ্টেম্বর রাতে ঘোড়াঘাট উপজেলা পরিষদ ক্যাম্পাসের বাসভবনের ভেন্টিলেটর দিয়ে ঢুকে ইউএনও ওয়াহিদা খানম ও তার বাবা ওমর আলীর ওপর হামলা চালানো হয়। হাতুড়ির আঘাতে গুরুতর আহত ইউএনও ওয়াহিদা এখন ঢাকার জাতীয় নিউরোসায়েন্স ইনস্টিটিউট ও হাসপাতালে চিকিৎসাধীন।
সান নিউজ/ আরএইচ/ এআর