কামরুজ্জামান স্বাধীন, উলিপুর, (কুড়িগ্রাম) প্রতিনিধি : কুড়িগ্রামের উলিপুরে জমি নিয়ে বিরোধকে কেন্দ্র করে নুর হোসেন (৫৫) নামের এক ব্যক্তিকে পিটিয়ে হত্যা করেছে প্রতিপক্ষের লোকজন।
আরও পড়ুন : কেশবপুর নিউজ ক্লাবের বনভোজন অনুষ্ঠিত
শনিবার (৩ ফেব্রুয়ারি) সকাল ১০ টার দিকে উপজেলার মালতী বাড়ি দিগর বাড়াই পাড়া গ্রামে।
সরেজমিনে ঘটনাস্থলে গিয়ে জানা গেছে, ওই গ্রামের মৃত জোনাকু শেখের পুত্র নুর হোসেন ও বড় কাচুর পুত্র জাফর আলীর মধ্যে জমি-জমা নিয়ে দীর্ঘ দিন ধরে বিরোধ চলে আসছিলো। ওই বিরোধকে কেন্দ্র করে আজ সকালে উভয় পক্ষের লোকজন লাটি নিয়ে সংঘর্ষে জড়ায়। সংঘর্ষের এক পর্যায়ে প্রতিপক্ষের লোকজন নুর হোসেনকে নিজ বাড়ি হতে টেনে হেঁচড়ে বের করে বেধড়ক পিটিয়ে আহত করে। আহত নূর হোসেনকে স্বজনরা উদ্ধার করে রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করে।
আরও পড়ুন : শীতার্ত মানুষের পাশে সাংবাদিক সংসদ
ঘটনাস্থল পরিদর্শন করে উলিপুর থানার ওসি গোলাম মর্তুজা জানান, ঘটনায় জড়িত থাকায় জাফর আলী (৫২) নামে একজনকে গ্রেফতার করা হয়েছে। মামলার প্রক্রিয়া চলছে। উলিপুর সার্কেলের এএসপি মহিবুল হাসানও ঘটনাস্থল পরিদর্শন করেছেন।
সান নিউজ/এমআর