নিজস্ব প্রতিবেদক: চট্টগ্রাম জেলায় প্রায় ১ লাখ ৩৮ হাজার পিস ইয়াবা উদ্ধারের মামলায় ২ জনকে যাবজ্জীবন কারাদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একইসাথে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা ও অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেয়।
আরও পড়ুন: মেলার নামে অশ্লীল নৃত্যের আসর
বৃহস্পতিবার (১ ফেব্রুয়ারি) চট্টগ্রামের ৪র্থ অতিরিক্ত মহানগর দায়রা জজ শরীফুল আলম ভূঁঞার আদালত এই রায় দেয়।
দণ্ডিত ২ ব্যক্তি হলেন- মো. ঈসমাইল (৫৫) ও মো. রিদুয়ান (২৭)।
আদালতের বেঞ্চ সহকারী ওমর ফুয়াদ বলেন, আদালত মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে অভিযোগ প্রমাণিত হওয়ায় ঈসমাইল ও রিদুয়ানকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড দিয়েছেন। এ রায়ে আদালত প্রত্যেক আসামিকে ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও ১ বছরের বিনাশ্রম কারাদণ্ডের আদেশ দেন। এ রায় ঘোষণার সময় আসামিরা আদালতে উপস্থিত ছিলেন। তাদেরকে কারাগারে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: মাইক্রোবাসের ধাক্কায় বৃদ্ধ নিহত
আদালত সূত্রে জানা গেছে, ২০২১ সালের ৯ ডিসেম্বর কর্ণফুলী থানার শিকলবাহা ওয়াই জংশন মোড়ে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) সদস্যরা একটি বাসে তল্লাশি চালিয়ে প্রায় ১ লাখ ৩৭ হাজার ৫৫০ পিস ইয়াবাসহ ঈসমাইল ও রিদুয়ানকে গ্রেফতার করে। ঈসমাইলের কাছ থেকে ৭৮ হাজার ৬০০ পিস ও রিদুয়ানের কাছ থেকে ৫৮ হাজার ৯৫০ পিস ইয়াবা জব্দ করা হয়েছে।
র্যাব-৭ এর ওয়ারেন্ট অফিসার খালিদুর রহমান বাদী হয়ে ২ জনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন ২০১৮ এর ৩৬ (১) ধারায় কর্ণফুলী থানায় মামলা করেছেন।
পুলিশ ২০২২ সালের ২০ জানুয়ারি মামলার তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ঈসমাইল ও রিদুয়ানের বিরুদ্ধে ২০২২ সালের ৩০ জুন অভিযোগ গঠন করে বিচার শুরু হয়। মামলায় ৭ জনের সাক্ষ্য নিয়ে আদালত এই রায় দেয়।
সান নিউজ/এএ