নিজস্ব প্রতিবেদক : নাটোরে একটি বাসের ধাক্কায় ব্যাটারিচালিত অটোরিকশার যাত্রী স্বামী-স্ত্রীর মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও ২ জন আহত হয়েছেন।
আরও পড়ুন : কাজী নজরুল ইসলাম সাংবাদিক সংসদের কমিটি গঠন
বুধবার (৩১ জানুয়ারি) দুপুরে ঢাকা-রাজশাহী মহাসড়কের রামাইগাছি টেক্সটাইল ইনস্টিটিউটের সামনে এ দুর্ঘটনা ঘটে।
নিহতরা হলেন, লালপুর উপজেলার ধুপইল এলাকার আব্দুর রহিম ও রওশন আরা বেগম। তারা দুজন স্বামী-স্ত্রী।
আরও পড়ুন : স্কুলছাত্র হত্যায় ১১ জনের মৃত্যুদণ্ড
নাটোর সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, ঢাকা থেকে ছেড়ে আসা রাজশাহীগামী শ্যামলী পরিবহনের একটি বাস শহরের রামাইগাছী এলাকায় ব্যাটারিচালিত একটি অটোরিকশাকে চাপা দেয়। এতে ঘটনাস্থলেই রওশন আরা বেগম নামে এক নারীর মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে স্থানীয়দের সহায়তায় আহতদের উদ্ধার করে নাটোর সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে অটোরিকশার যাত্রী আব্দুর রহিমকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক। দুর্ঘটনায় আহত অপর দুজনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে। নিহত দুজনের বাড়ি লালপুর উপজেলার ধুপইল এলাকায়।
তিনি আরও জানান, বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।
সান নিউজ/এমআর