ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ের বালিয়াডাঙ্গী উপজেলায় মূল্য তালিকা না থাকা ও নোংরা পরিবেশে পণ্য পরিবেশন করায় ২ টি ব্যবসা প্রতিষ্ঠানকে দুই হাজার টাকা করে মোট চার হাজার টাকা জরিমানা করেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতর।
আরও পড়ুন: দ্বাদশ নির্বাচনে জয় হয়েছে জনগণের
মঙ্গলবার (৩০ জানুয়ারি) বিকেলে ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গী উপজেলার লাহিড়ী বাজারে এ অভিযান পরিচালনা করা হয়।
অভিযানে নেতৃত্ব দেন বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার মোছা. আফছানা কাওসার। এ সময় বালিয়াডাঙ্গী থানা পুলিশের একটি তদারকি টিম অভিযানে অংশ নেয়।
আরও পড়ুন: অপ্রয়োজনীয় ভবন নির্মাণ করা হবে না
অভিযানে লাহিড়ী হাটের মেসার্স আল নূর মিষ্টান্ন হোটেলের স্বত্বাধিকারী নুরুল ইসলামকে দন্ডবিধি ১৮৬০ এর ২৬৯ ধারায় দুই হাজার টাকা এবং মেসার্স নজরুল মসলা ভান্ডারকে ভোক্তা সংরক্ষণ অধিকার আইনে ২০০৯ এর ৩৮ ধারা মতে ২ হাজার টাকাসহ মোট ৪ হাজার জরিমানা করা হয়।
এ ব্যাপারে বালিয়াডাঙ্গী উপজেলা নিবার্হী অফিসার আফছানা কাওসার বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান চলমান থাকবে।
সান নিউজ/এনজে