ঠাকুরগাঁও প্রতিনিধি: ঠাকুরগাঁওয়ে অসহায়, ছিন্নমূল, দুস্থ ও শীতার্তদের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছেন পুলিশ সুপার উত্তম প্রসাদ পাঠক।
আরও পড়ুন: জমি দখল নিয়ে সংঘর্ষ, আহত ১০
রোববার (২৮ জানুয়ারি) গভীর রাতে তিনি রেলষ্টেশন ও বাসন্ট্যান্ডসহ বিভিন্ন এলাকায় ঘুরে ঘুরে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ করেন।
চলতি মাসের শুরু থেকে ঠাকুরগাঁওয়ে চরম ঠান্ডা অবস্থা বিরাজ করছে। মৃদ্যু শৈত্যপ্রবাহের কারণে চারদিক কুয়াশায় ঢাকা থাকছে। সূর্যের মুখ দেখা যায়নি প্রায় ১৫ দিন।
আরও পড়ুন: ভবনের রড পড়ে শ্রমিক নিহত
বৃষ্টির ন্যায় রাতভর কুয়াশা ঝরছে। এ কারণে শীতের তীব্রতা বেড়ে গেছে। আর এই শীতে সবচেয়ে বেশি কষ্টে রয়েছে গরিব, অসহায় ও ছিন্নমূল মানুষেরা।
শীতার্ত মানুষের কথা চিন্তা করে ঠাকুরগাঁও জেলার বিভিন্ন স্থানে ছিন্নমূল দুঃস্থ, অসহায় মানুষের মাঝে কম্বল বিতরণ করেন ঠাকুরগাঁও পুলিশ সুপার জনাব উত্তম প্রসাদ পাঠক। এই শীতে অসহায় মানুষের পাশে দাঁড়ানো পুলিশ বাহিনীর দায়িত্ব বলে মনে করেন তিনি।
ঠাকুরগাঁও জেলা পুলিশ অসহায়দের পাশে অতীতেও ছিল, ভবিষ্যতেও থাকবে বলে আশাবাদ ব্যক্ত করেন পুলিশ সুপার।
সান নিউজ/এনজে