জেলা প্রতিনিধি: নারায়ণগঞ্জ জেলার রূপগঞ্জে জমি দখল নিয়ে বিরোধের জেরে ২ গ্রুপের মধ্যে সংঘর্ষ হয়। সংঘর্ষে বেশ কয়েকজন গুলিবিদ্ধসহ অন্তত ১০ জন আহত হয়েছেন। এছাড়াও আহতদেরকে উদ্ধার করে বিভিন্ন হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: সিরাজগঞ্জে গলা কেটে হত্যা তিন
সোমবার (২৯ জানুয়ারি) দুপুরে থেকে সন্ধ্যা পর্যন্ত উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের নাওড়া এলাকায় সাবেক ইউপি চেয়ারম্যান রফিকুল ইসলাম ও ইউপি সদস্য মোশারফ হোসেনের গ্রুপের মধ্যে কয়েক দফায় এ সংঘর্ষ হয়েছে।
পুলিশ ও প্রত্যক্ষদর্শীরা বলেন, স্থানীয়রা জমি বিক্রি না করায় কায়েতপাড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান রফিকুল ইসলাম ও তার ভাই মিজানুর রহমানের নেতৃত্বে লোকজন নাওড়া এলাকায় একত্রিত হয়। কায়েতপাড়া ইউনিয়নের ওয়ার্ড আ’লীগ সভাপতি হাজী মোতালেব ভূঁইয়াসহ স্থানীয়দের সাথে বাকবিতণ্ডা হয়। স্থানীয় ইউপি সদস্য মোশারফ হোসেন মোশা ও তার সমর্থকরা খবর পেয়ে অস্ত্র নিয়ে সেখানে উপস্থিত হয়ে রফিক বাহিনীর সাথে সংঘর্ষে লিপ্ত। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসে। আহতদের রূপগঞ্জ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসা দেওয়া হচ্ছে।
আরও পড়ুন: রাজধানীতে ঝুলন্ত লাশ উদ্ধার
জেলা পুলিশের অতিরিক্ত পুলিশ সুপার আবির হোসেন জানান, আমরা নাওড়া এলাকায় সংঘর্ষের খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ করি। পুলিশ বর্তমানে মোতায়েন রয়েছে। পরিস্থিতি এখন স্বাভাবিক রয়েছে।
সান নিউজ/এএ