নিনা আফরিন,পটুয়াখালী প্রতিনিধি: দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ প্রতিমন্ত্রী মোঃ মহিববুর রহমান বলেছেন আ’লীগ ঘোষিত নির্বাচনী ইশতেহার বাস্তবায়নের মাধ্যমে দূর্যোগ ব্যবস্থাপনায় বিশ্বে রোল মডেল হবে বাংলাদেশ। দূর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রনালয় শুধু দেশে দূর্যোগই সামাল দিবে না গ্রামীন জনপদে উন্নয়নের মাধ্যমে আগামীতে শেখ হাসিনার নেতৃত্বে একটি স্মার্ট বাংলাদেশ উপহার দিবে।
আরও পড়ুন: ট্রাক্টরচাপায় নিহত ১
বৃহস্পতিবার ( ২৫ জানুয়ারি) বেলা ৩ টায় জেলা প্রশাসক মোঃ নুর কুতুবুল আলম এর সভাপতিত্বে সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পটুয়াখালী ১ আসনের সংসদ সদস্য এবি এম রুহুল আমিন হাওলাদার, পটুয়াখালী ৩ আসনের সংসদ সদস্য এস এম শাহজাদা, পুলিশ সুপার সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগ সভাপতি বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব কাজী আলমগীর, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ভিপি আব্দুল মান্নান।
সভায় বক্তব্য রাখেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) শেখ আব্দুল্লাহ সাদিদ, পটুয়াখালী প্রেসক্লাবের সাবেক সভাপতি কাজী সামসুর রহমান ইকবাল, সম্মিলিত সাংস্কৃতিক জোটের সাধারণ সম্পাদক মুজাহিদুল ইসলাম প্রিন্স প্রমূখ।
আরও পড়ুন: ভালুকায় ফেন্সিডিলসহ আটক ১
বক্তারা পটুয়াখালীর উন্নয়নে জেলার একমাত্র মন্ত্রী হিসেবে সুষম উন্নয়নের আহবান জানান।
সান নিউজ/এএ