জেলা প্রতিনিধি: বাগেরহাট জেলার মোরেলগঞ্জে একটি বাড়িতে চুরি হওয়ার পরে ঐ ঘরে পাওয়া গেছে বাড়ির গৃহকর্ত্রী পারভিন বেগমের (৫৫) লাশ। মোরেলগঞ্জ থানা পুলিশ মরদেহটি উদ্ধার করেছে। গাবগাছিয়া গ্রামের মজিবর রহমান শেখের ১ম স্ত্রী।
আরও পড়ুন: ছাদ থেকে পড়ে নিহত ১
মঙ্গলবার (২৩ জানুয়ারি) ভোররাত সাড়ে ৪টার দিকে দৈবজ্ঞহাটি ইউনিয়নের গাবগাছিয়া গ্রামে মজিবর রহমানের ঐ বাড়িতে অজ্ঞাত চোরেরা বেড়া ভেঙে ঘরে ঢুকে। পরে পারভিনের মেয়ে হাফসা বেগমের হাত-পা বেঁধে স্বর্ণালংকার হাতিয়ে নেয়। চোর পালিয়ে যাওয়ার পরে পারভিনকে ঘরের অন্য কক্ষে খাটের নিচে মৃত অবস্থায় পাওয়া যায়। ঘটনার রাতে ঐ ঘরে পারভিন ও তার মেয়ে হাফসা বেগম (২৫) না থাকায় মৃত্যু নিয়ে রহস্য তৈরি হয়েছে।
মঙ্গলবার (২৩ জানুয়ারি) বেলা ১০টার দিকে মোরেলগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। মোরেলগঞ্জ সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মো. আশিকুর রহমান বিকেলে ঘটনাস্থল পরিদর্শন করেন।
আরও পড়ুন: চলন্ত স্কুল বাসে আগুন
মোরেলগঞ্জ থানার ওসি মোহাম্মদ সামসুদ্দীন জানান, ‘ঘটনাটি রহস্যজনক। আপাতত জিডি করা হয়েছে। পারভিন বেগমের মৃত্যুর সঠিক কারণ জানতে মরদেহ ময়নাতদন্তের জন্য বাগেরহাট সদর হাসপাতালে পাঠানো হয়েছে। পিবিআইকেও অনুরোধ করা হয়েছে এ বিষয়টি খতিয়ে দেখার জন্য।’
সান নিউজ/এএ