জেলা প্রতিনিধি : মহেশপুরে বালু বোঝােই ট্রাক ও যাত্রীবাহি মাহিন্দ্রের সংঘর্ষে ২ জন নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরও ৫ জন।
আরও পড়ুন : তীব্র শীতে কাঁপছে দেশ
মঙ্গলবার (২৩ জানুয়ারি) সকাল ৮টার দিকে মহেশপুর-খালিশপুর সড়কের ভালাইপুর দরগাতলা নামক স্থানে এ দুর্ঘটনা ঘটে।
নিহতেরা হলেন- পান্তাপাড়া ইউনিয়নের ঘুগরী গ্রামের রিয়াজ উদ্দিন মালিতার ছেলে আলমগীর হোসেন (৩৫) ও পান্তাপাড়া গাবতলা গ্রামের আব্দুর গনির ছেলে কাশেম আলী (৬০)।
আরও পড়ুন : ট্রাক-পিকআপ সংঘর্ষ, নিহত ৩
আহরা হলেন- বলিভদ্রপুর গ্রামের পাঞ্জু বিশ্বাসের ছেলে আকিদুল ইসলাম, পান্তাপাড়া গ্রামের চারু ব্যাপারীর দুই ছেলে কালু ব্যাপারী ও কামাল হোসেন, ইশালডাঙ্গা গ্রামের তোয়াব আলীর মেয়ে তাসলিমা বেগম ও ঘুগরী গ্রামের মাহিন্দ্র চালক সেলিম হোসেন। নিহত ও আহতেরা সবাই ঝিনাইদহ জেলা আদালতে হাজিরা দিতে যাচ্ছিলেন।
প্রত্যক্ষদশীরা বলেন, সকালে যাত্রীবাহি মাহিন্দ্র মহেশপুর শহর থেকে ঝিনাইদহ আদালতের উদ্দেশ্যে যাত্রা শুরু করে। এ সময় পথিমধ্যে ঘটনাস্থলে পৌঁছালে বিপরীত দিক আসা বালু বোঝায় ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মাহিন্দ্রে থাকা দুই যাত্রী ঘটনাস্থলে নিহত হন। এ সময় প্রত্যক্ষদর্শীরা আহতের উদ্ধার করে মহেশপুর হাসপাতালে নিলে অবস্থায় আশংঙ্খাজনক হওয়ায় যশোর সদর হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন : মিয়ানমারের বিমান বিধ্বস্ত
মহেশপুর থানার ওসি মাহাবুবুর রহমান বলেন, ঘটনাস্থল থেকে দুই জনের লাশ উদ্ধার করা হয়েছে।
সান নিউজ/এমআর