নিজস্ব প্রতিবেদক:
ফরিদপুর: ফরিদপুর প্রেসক্লাবের উপ-নির্বাচনে দৈনিক নাগরিকবার্তার সম্পাদক কবিরুল ইসলাম সিদ্দিকী সভাপতি এবং দেশ টিভির প্রতিনিধি মশিউর রহমান খোকন সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দুপুর ১টা পর্যন্ত এ নির্বাচনে ভোটগ্রহণ করা হয়। বিকেলে ভোটগণনা শেষে ১৮ সদস্যের কমিটিতে নির্বাচিতদের নাম ঘোষণা করা হয়। ৯২ জন ভোটারের মধ্যে ৮৭ জন ভোটাধিকার প্রয়োগ করেন।
নির্বাচিত অন্যরা হলেন, সহ সভাপতি শেখ সাইফুল ইসলাম অহিদ, শেখ ফয়েজ আহমেদ ও সাজ্জাদ হোসেন রনি, সহ সাধারণ সম্পাদক মনিরুল ইসলাম টিটো, অর্থ সম্পাদক শেখ মনির হোসেন, দপ্তর সম্পাদক এম এ আজিজ, প্রচার ও প্রকাশনা সম্পাদক আবিদুর রহমান নিপু, সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক বিভাষ দত্ত, তথ্যপ্রযুক্তি ও পাঠাগার সম্পাদক মো. মুইজ্জুর রহমান রবি, ক্রীড়া সম্পাদক সুজাউজ্জামান জুয়েল এবং নির্বাহী সদস্য সেবানন্দ বিশ্বাস, রুহুল আমিন, নূরুল ইসলাম আঞ্জু, এস এম মনিরুজ্জামান, খন্দকার আলী আরশাদ কাজল ও মো. জাহিদুল ইসলাম।
সান নিউজ/ এআর