নিজস্ব প্রতিবেদক: রাজশাহী জেলার মোহনপুর উপজেলায় বাসের ধাক্কায় ভ্যানের চালকসহ ২ জন নিহত হয়েছেন। এই ঘটনায় আহত আরও ২ জনকে উদ্ধার করে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালে পাঠানো হয়েছে।
আরও পড়ুন: দৌলতখানে পরিবার পরিকল্পনা কার্যক্রমে শ্রেষ্ঠ চর খলিফা ইউনিয়ন
শনিবার (২০ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার রাজশাহী-নওগাঁ মহাসড়কের সইপাড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটেছে।
নিহত ব্যক্তিরা হলেন মোহনপুর উপজেলার রায়ঘাটী ইউনিয়নের বড়াইল গ্রামের আবদুল কুদ্দুসের ছেলে আবদুল্লাহ (১২) ও একই গ্রামের ভ্যানচালক সিরাজ আলী (৫৫)। আহতরা হলেন বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস (৪০) ও তার মেয়ে নাফিসা (১৪)।
আরও পড়ুন: বাস-ট্রাক মুখোমুখি সংঘর্ষ, নিহত ১
পুলিশ ও প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, বড়াইল গ্রামের ভ্যানচালক সিরাজের ভ্যানে চড়ে বড়াইল গ্রামের আবু তালেবের ছেলে আবদুল কুদ্দুস তার মেয়ে নাফিসা ও ছেলে আবদুল্লা কেশরহাটের দিকে যাচ্ছিলেন। পথিমধ্যে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কাছে পৌঁছালে রাজশাহীগামী যাত্রীবাহী বাস ভ্যানে ধাক্কা দিলে ঘটনাস্থলেই ভ্যানচালক মারা যায়। ফায়ার সার্ভিসের কর্মীরা বাকিদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে শিশু আবদুল্লাও মারা যান।
মোহনপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হরিদাস মণ্ডল জানান, দুর্ঘটনার পর বাসটির চালক ও সহকারী পালিয়ে যায়। এই ঘটনায় থানায় মামলা হবে। মৃতদেরকে উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠানো হয়েছে।
সান নিউজ/এএ