নিজস্ব প্রতিবেদক:
ঠাকুরগাঁও: বালিয়াডাঙ্গী উপজেলার বেওরঝাড়ি সীমান্তে বিএসএফের গুলিতে মারা গেছেন বাংলাদেশি জেলে শরিফুল ইসলাম (৩০)।
নিহত শরিফুল ইসলাম বালিয়াডাঙ্গী উপজেলার চুড়ুইগেদি গ্রামের মৃত আব্দুল হোসেনের ছেলে।
বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) সকালে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরার সময় হত্যাকাণ্ডের শিকার হন শরিফুল ইসলাম।
বালিয়াডাঙ্গী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাবিবুল হক প্রধান জানান, বৃহস্পতিবার সকালে স্থানীয় কয়েকজন জেলে বেওরঝাড়ি বিওপির মেইন পিলার ৩৮০-৮ এর কাছে সীমান্তবর্তী নাগর নদীতে মাছ ধরছিলেন। এ সময় তারা ভুল করে ভারতের ৫০ গজ অভ্যন্তরে প্রবেশ করেন। পরে ভারতীয় ১৭১ বিএসএফের বড়বিল্লাহ ক্যাম্পের টহলরত বিএসএফ সদস্যরা তাদের লক্ষ্য করে গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে শরিফুল ইসলাম মারা যান। আর অন্যরা কোনোমতে প্রাণ বাঁচিয়ে বাংলাদেশে চলে আসেন।
নিহত ব্যক্তির মরদেহ বিজিবি ও বালিয়াডাঙ্গী থানা পুলিশ উদ্ধার করেছে। ময়না তদন্ত শেষে পরিবারের কাছে মরদেহ হস্তান্তর করা হবে।
সান নিউজ/ এআর