জেলা প্রতিনিধি : ফরিদপুরের ভাঙ্গায় ডাকাতি করতে গিয়ে গণপিটুনিতে ইসরাফিল শেখ (৪০) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
আরও পড়ুন : বাস-ট্রাক সংঘর্ষে নিহত ২
বুধবার (১৭ জানুয়ারি) দিবাগত রাত ৩টার দিকে ভাঙ্গা উপজেলার নাছিরাবাদ ইউনিয়নের ভদ্রকান্দা জাকির মোল্লার বাড়িতে ডাকাতি করতে গিয়ে এ ঘটনা ঘটে।
নিহত ইসরাফিল শেখ কাউলীবেড়া ইউনিয়নের খাটরা গ্রামের হাফিজ শেখের ছেলে। সংবাদ পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে ডাকাতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ফরিদপুর মর্গে প্রেরণ করে।
আরও পড়ুন : নোয়াখালীতে গৃহবধূর লাশ উদ্ধার
জানা গেছে, বুধবার দিবাগত রাত ৩টার সময় জাকির মোল্লার ঘরের তালা ভেঙে ডাকাতি করতে থাকে একদল ডাকাত। পাশের রুমে ঘুমিয়ে থাকা মসজিদের ইমাম ডাকাতের উপস্থিতি টের পেয়ে মোবাইল ফোনে আশপাশের লোকদের খবর দেয় এবং মাইকে ঘোষণা দেয়।
পরে গ্রামবাসী জড়ো হয়ে ডাকাতদের ধাওয়া করে বাগানের মধ্যে ধরে গণপিটুনি দেয়। গণপিটুনি খেয়ে ঘটনাস্থলেই ইসরাফিল শেখ মারা যান।
আরও পড়ুন : ২৪২ কোটি টাকার বাঁধ নির্মাণ অসমাপ্ত রেখেই হস্তান্তর
নিহত ইসরাফিলের মা জানান, আমার ছেলে মাঝে মাঝে চুরি করত। নেশা করে ইয়াবা, গাঁজা খায়। আমার ছেলেটা তেমন ভালো মানুষ না।
ভাঙ্গা থানার ওসি মামুনুর রশিদ বলেন, ইসরাফিল পেশাদার একজন চোর। গতরাতে চুরি করতে গিয়ে ইমাম টের পায়। পরে গ্রামবাসী ইসরাফিল নামে এক চোরকে ধরে গণপিটুনি দিলে ঘটনাস্থলেই সে নিহত হয়।
সান নিউজ/এমআর